১০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি
“এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২৪ (বালক ও বালিকা) শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের নওযোয়ান মাঠে জেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া আফরিন সহ জেলা সকল উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার, শিক্ষক, শিক্ষার্থী ও গন্যমান্যা ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের জেলার ১১টি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা দল অংশগ্রহণ করবেন। প্রতিটি দলে ১১জন করে শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে।
প্রতিটি ম্যাচে বালকরা ৪০ মিনিট আর বালিকারা ৩০ মিনিট সময় খেলছে। উদ্বোধনী খেলায় বালক ম্যাচে আত্রাই উপজেলার বাহাদুরপুর প্রাথমিক বিদ্যালয়কে টাইব্রেকারে ০-৩ গোলে হারিয়ে রাণীনগর উপজেলার করজগ্রাম প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়। অপরদিকে বালিকাদের ম্যাচে রাণীনগর উপজেলার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ৩-০ গোলে আত্রাই উপজেলার সিংসাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে হারিয়ে বিজয়ী হয়।
আগামী ১৩ জানুয়ারী টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এসময় প্রধান অতিথি বলেন, বর্তমান প্রজন্মকে খেলার প্রতি আগ্রহী করে তুলতে এবং আগামীতে একটি সুস্থ্য, মেধাবী ও সুুন্দর জাতি গড়ে তুলতে এমন খেলার আয়োজন অব্যাহত রাখতে সংশ্লিষ্টদের আহবান জানান।
বাখ//এস

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৮:০৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
১১৭ জন দেখেছেন

নওগাঁয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আপডেট : ০৮:০৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
“এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২৪ (বালক ও বালিকা) শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের নওযোয়ান মাঠে জেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া আফরিন সহ জেলা সকল উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার, শিক্ষক, শিক্ষার্থী ও গন্যমান্যা ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের জেলার ১১টি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা দল অংশগ্রহণ করবেন। প্রতিটি দলে ১১জন করে শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে।
প্রতিটি ম্যাচে বালকরা ৪০ মিনিট আর বালিকারা ৩০ মিনিট সময় খেলছে। উদ্বোধনী খেলায় বালক ম্যাচে আত্রাই উপজেলার বাহাদুরপুর প্রাথমিক বিদ্যালয়কে টাইব্রেকারে ০-৩ গোলে হারিয়ে রাণীনগর উপজেলার করজগ্রাম প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়। অপরদিকে বালিকাদের ম্যাচে রাণীনগর উপজেলার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ৩-০ গোলে আত্রাই উপজেলার সিংসাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে হারিয়ে বিজয়ী হয়।
আগামী ১৩ জানুয়ারী টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এসময় প্রধান অতিথি বলেন, বর্তমান প্রজন্মকে খেলার প্রতি আগ্রহী করে তুলতে এবং আগামীতে একটি সুস্থ্য, মেধাবী ও সুুন্দর জাতি গড়ে তুলতে এমন খেলার আয়োজন অব্যাহত রাখতে সংশ্লিষ্টদের আহবান জানান।
বাখ//এস