০২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ভোলায় রাতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক আজাদ জাহান

ভোলা জেলা প্রতিনিধি

দ্বীপ জেলা ভোলাতে বেশ কয়েকদিন ধরে জেঁকে বসেছে শীত। সেই শীতের হাত থেকে ভোলার নিন্ম আয়ের মানুষদের কিছুটা রক্ষা করতে রাতের আঁধারে বেড়ি বাঁধ ঘুরে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করেছেন ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান।

বুধবার রাতে ভোলার তুলাতুলি মেঘনা নদীর পাড়ের বিভিন্ন এলাকা কয়েক শতাধিক পরিবারের মাঝে নিজে শীতবস্ত্র হিসাবে কম্বল তুলে দেন। এসময় তিনি বেড়ি বাঁধের থাকা নিন্ম আয়ের মানুষের খোঁজ খবর নেন। রাতের আঁধারে ঘরের দুয়ারে জেলা প্রশাসককে কম্বল নিয়ে হাজির হতে দেখে আবেগে আপ্লুত হন বেড়ি বাঁধের এলাকার অসহায় শীতার্ত মানুষেরা।

ভোলা জেলা প্রশাসক মো.আজাদ জাহান বলেন, গত কয়েকদিন ধরে খুব কনকনে শীত পড়েছে। এই জেলায় ছিন্নমূল মানুষের পাশাপাশি বেড়ি বাঁধের এলাকায় জেলে সহ নিন্ম আয়ের মানুষ বসবাস করে। শীত বেড়ে যাওয়ায় এসব মানুষ শীতে অনেক কষ্ট পাচ্ছে। তাই তাদের কষ্ট কিছুটা লাঘব করতে এই শীত বস্ত্র নিয়ে নিজে ছুটে এসেছি। আমরা এবছর মাননীয় উপদেষ্টার বরাদ্দ অংশ থেকে ১৪ হাজার ৫৪৬ কম্বল পেয়েছি। কম্বলগুলো উপজেলা পর্যায়ে ভাগ করে দেয়া হয়েছে যাতে করে সকল উপজেলার নিম্ন আয়ের মানুষরা যেন শীত নিবারনের জন্য কম্বল পায়। ইতিমধ্যে স্ব-স্ব উপজেলা দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এই কার্যক্রম চলমান থাকবে।

এ সময় তিনি বিত্তবান ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে শীতার্ত মানুষের পাশে দাড়ানোর আহ্বান জানান জেলা প্রশাসক। এ সময় জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌরসভার প্রশাসক মো. মিজানুর রহমান, ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল,সহকারী কমিশনার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান, ভোলা জেলা টেলিভিশন এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও চ্যানেল২৪ এর জেলা আদিল হোসেন তপু প্রমুখ।

বাখ//এস

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৮:২৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
১১০ জন দেখেছেন

ভোলায় রাতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক আজাদ জাহান

আপডেট : ০৮:২৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

দ্বীপ জেলা ভোলাতে বেশ কয়েকদিন ধরে জেঁকে বসেছে শীত। সেই শীতের হাত থেকে ভোলার নিন্ম আয়ের মানুষদের কিছুটা রক্ষা করতে রাতের আঁধারে বেড়ি বাঁধ ঘুরে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করেছেন ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান।

বুধবার রাতে ভোলার তুলাতুলি মেঘনা নদীর পাড়ের বিভিন্ন এলাকা কয়েক শতাধিক পরিবারের মাঝে নিজে শীতবস্ত্র হিসাবে কম্বল তুলে দেন। এসময় তিনি বেড়ি বাঁধের থাকা নিন্ম আয়ের মানুষের খোঁজ খবর নেন। রাতের আঁধারে ঘরের দুয়ারে জেলা প্রশাসককে কম্বল নিয়ে হাজির হতে দেখে আবেগে আপ্লুত হন বেড়ি বাঁধের এলাকার অসহায় শীতার্ত মানুষেরা।

ভোলা জেলা প্রশাসক মো.আজাদ জাহান বলেন, গত কয়েকদিন ধরে খুব কনকনে শীত পড়েছে। এই জেলায় ছিন্নমূল মানুষের পাশাপাশি বেড়ি বাঁধের এলাকায় জেলে সহ নিন্ম আয়ের মানুষ বসবাস করে। শীত বেড়ে যাওয়ায় এসব মানুষ শীতে অনেক কষ্ট পাচ্ছে। তাই তাদের কষ্ট কিছুটা লাঘব করতে এই শীত বস্ত্র নিয়ে নিজে ছুটে এসেছি। আমরা এবছর মাননীয় উপদেষ্টার বরাদ্দ অংশ থেকে ১৪ হাজার ৫৪৬ কম্বল পেয়েছি। কম্বলগুলো উপজেলা পর্যায়ে ভাগ করে দেয়া হয়েছে যাতে করে সকল উপজেলার নিম্ন আয়ের মানুষরা যেন শীত নিবারনের জন্য কম্বল পায়। ইতিমধ্যে স্ব-স্ব উপজেলা দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এই কার্যক্রম চলমান থাকবে।

এ সময় তিনি বিত্তবান ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে শীতার্ত মানুষের পাশে দাড়ানোর আহ্বান জানান জেলা প্রশাসক। এ সময় জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌরসভার প্রশাসক মো. মিজানুর রহমান, ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল,সহকারী কমিশনার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান, ভোলা জেলা টেলিভিশন এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও চ্যানেল২৪ এর জেলা আদিল হোসেন তপু প্রমুখ।

বাখ//এস