শাহজাদপুরে মিল্ক ভিটার নবনিযুক্ত পরিচালক মোস্তাফিজুর রহমান মনিরকে গণ সংবর্ধনা

সিরাজগঞ্জের শাহজাদপুরে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের নবনির্বাচিত মোস্তাাফিজুর রহমান মনিরকে গণ সংবর্ধন প্রদান করা হয়েছে। গতকাল বুধবার (৮ জানুয়ারি) বিকালে চর আঙ্গারু সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মিল্ক ভিটার সাধারণ সদস্যদের আয়োজনে এ গন সংবর্ধনা প্রধান করা হয়।
চর আঙ্গারু উত্তরপাড়া প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারি সমবায় সমতি লিঃ এর সভাপতি মোঃ জালাল প্রামানিকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচু।
গণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিল্ক ভিটার নব নির্বাচিত পরিচালক মোঃ মোস্তাাফিজুর রহমান মনির। উক্ত গণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী মোল্লা।
এছাড়াও সিরাজগঞ্জ জেলা ও শাহজাদপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, মিল্ক ভিটার সাধারণ সদস্য, প্রান্তিক খামারীরা উপস্থিত ছিলেন।
বাখ//আর