০৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
দিনাজপুর খাদ্যশস্য আড়ৎদার মালিক গ্রুপের উদ্যোগে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

দিনাজপুর শহরের চুড়িপট্টিস্থ দিনাজপুর খাদ্য শস্য আড়ৎদার মালিক গ্রুপের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারো অসহায় দরিদ্র নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার (১০ জানুয়ারি-২০২৫) সকালে শহরের চুড়িপট্টিস্থ কার্যালয়ের সামনে দিনাজপুর খাদ্য শস্য আড়ৎদার মালিক গ্রুপ এর উদ্যোগে সীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন গ্রুপের সভাপতি রনজিত বসাক ও সাধারণ সম্পাদক প্রতাপ কুমার সাহা পানু।
এ সময় উপস্থিত ছিলেন খাদ্যশস্য আড়ৎদার মালিক গ্রুপের সিনিয়র সহ-সভাপতি নির্মল কুমার আগরওয়ালা, সহ-সভাপতি রক্তিম বসাক, সহ-সাধারণ সম্পাদক গোলাম মাজেদুর রহমান ডাবলু, কার্যনির্বাহী সদস্য অঞ্জন দত্ত প্রমুখ।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে দিনাজপুর খাদ্যশস্য আড়ৎদার মালিক গ্রুপের সভাপতি রনজিত বসাক বলেন, অসহায় শীতার্ত মানুষকে পিছনে ফেলে সমাজের কোন ভাল কাজ সম্ভব নয়। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো পরম ধর্ম।
তিনি বলেন, শীত মৌসুমে সমাজের বিত্তশালীসহ সকলের উচিত অসহায় গরিব-সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। শীত বস্ত্র বিতরণ অসহায় মানুষের প্রতি করুনা নয়, এটা হচ্ছে নৈতিক দায়িত্ব। তাই হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণের জন্য কাজ করা উচিত। অনুষ্ঠানে অসহায় দরিদ্র নারী-পুরুষের মাঝে ৭ শত কম্বল বিতরণ করা হয়।
বাখ//এস