দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ

“দুনিয়ার নিপীড়িত জাতি ও জনগন এক হও” এই শ্লোগান নিয়ে দ্রব্যমূলের উর্ধ্বগতির প্রতিবাদ জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ। শুক্রবার বেলা ৫টায় আয়োজিত বিক্ষোভ সমাবেশ স্থানীয় ট্রাফিক পয়েন্টে অনুষ্ঠিত হয়। এর আগে রায়পাড়া এলাকায় অবস্থিত জেলা কার্যালয় থেকে বের হওয়া বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তারা বলেন-আইএমএফ-এর নীতি নির্দেশে দেশ চালানো চলবে না, দ্রব্যমূল্যের কষাঁঘাতে জনজীবন আজ বিপর্যস্থ। বাজার সিণ্ডিকেটের কারণে চাল-ডাল, গ্যাস, তেলসহ জীবন রক্ষাকারী ওষুধের দামসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী দফায় দফায় মূল্য বৃদ্ধির ফলে মানুষের জীবনে নাবিস্বাস উঠেছে। জনদোর্ভোগ কমাতে অবিলম্বে দ্রব্যমূলের দাম কমাতে হবে। সবার জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন বক্তারা।
সমাবেশে বক্তব্য দেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট জেলা শাখার সহ-সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু, আমির উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল, দপ্তর সম্পাদক বিনন্দ কর, বারকি শ্রমিক সংঘ জেলা কমিটির সভাপতি নাসির মিয়া, প্রবীণ সদস্য নাসু মিয়া, মিল শ্রমিক সংঘ সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মনির মিয়া প্রমুখ।
বাখ//এস