০৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সাব্বিরের ঝড়ের পরও ঢাকার টানা পঞ্চম পরাজয়

ক্রীড়া ডেস্ক

পরাজয়ের বৃত্ত থেকে যেন বের হওয়ার পথই খোঁজে পাচ্ছে না ঢাকা। একে-একে টানা পাঁচ ম্যাচ হারের স্বাদ পেল এবারের বিপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস। মাত্র ৩৩ বলে ৯ ছক্কা ও ৩ চারে ৮২ রানের বিধ্বংসী ইনিংস খেলেও দলের পরাজয়ে ম্লান হয়ে রইলেন সাব্বির রহমান।

বিপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে কোনো ঝলক দেখাতে পারেনি। ঢাকা ক্যাপিটালসের ১৭৭ রান ৩ বল আর ৭ উইকেট হাতে রেখে জিতেছে চিটাগং কিংস। তিন ম্যাচে এটি তাদের দ্বিতীয় জয়।

মাত্র ৩৩ বলে ৯ ছক্কা ও ৩ চারের বিধ্বংসী ইনিংসে ঢাকা ক্যাপিটালসকে ১৭৭ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দেন সাব্বির রহমান। ওপেনার জেসন রয়, তিনে নামা স্টেফেন এসকিনাজি ও শাহাদাত হোসেন দিপু দ্রুত বিদায় নিলে সাব্বির-তামিমের ব্যাটে ঘুরে দাঁড়ায় ঢাকা। ৪৮ বলে ৫৪ রান করা তানজিদ হাসান তামিমকে নিয়ে ৬৩ রানের জুটি গড়েছেন সাব্বির।

এরপর অধিনায়ক থিসারা পেরেরা ১ রানে ফেরার পর ফরমানউল্লাহকে (৯ বলে ১০) নিয়ে আরও ৩০ রান যোগ করেছেন সাব্বির। শেষ পর্যন্ত ৮২ রানের হার-না-মানা ইনিংস খেলে সাব্বির মাঠ ছাড়েন। চিটাগংয়ের হয়ে এদিন বল হাতে সবচেয়ে বেশি সফল ছিলেন খালেদ আহমেদ। ৪ ওভারে মাত্র ২১ রান খরচায় খালেদ শিকার করেন ৩ উইকেট।

১৭৮ রানের টার্গেট টপকাতে নেমে দুই ওপেনারের ব্যাটে উড়ন্ত শুরু পায় চিটাগং কিংস। পাওয়ার প্লের ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে কিংসের স্কোরবোর্ডে ৫৫ রান। তবে পরের ডেলিভারিতেই উইকেট হারান ১৭ রানে থাকা পারভেজ হোসেন ইমন। এরপর গ্রাহাম ক্লার্ককে নিয়ে আরও ৫১ রানের জুটি গড়েন উসমান খান। ২৫ বলে পঞ্চাশ পূর্ণ করে উসমান খান ব্যক্তিগত ৫৫ রানে আউট হলে ভাঙে এই জুটি।

মুস্তাফিজুর রহমান ঢাকাকে গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু এনে দিলেও গ্রাহাম ক্লার্কের ব্যাটে সহজ জয়ের পথে ছুটতে থাকে চিটাগং কিংস। তবে ৩২ বলে ৩৯ করে ক্লার্ক ফিরলে অধিনায়ক মোহাম্মদ মিঠুন আর শামীম হোসেন পাটোয়ারির ব্যাটে জয়ের বন্দরে পৌঁছায় চিটাগং।

বাখ//আর

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ১০:৩৬:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
১১৯ জন দেখেছেন

সাব্বিরের ঝড়ের পরও ঢাকার টানা পঞ্চম পরাজয়

আপডেট : ১০:৩৬:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

পরাজয়ের বৃত্ত থেকে যেন বের হওয়ার পথই খোঁজে পাচ্ছে না ঢাকা। একে-একে টানা পাঁচ ম্যাচ হারের স্বাদ পেল এবারের বিপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস। মাত্র ৩৩ বলে ৯ ছক্কা ও ৩ চারে ৮২ রানের বিধ্বংসী ইনিংস খেলেও দলের পরাজয়ে ম্লান হয়ে রইলেন সাব্বির রহমান।

বিপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে কোনো ঝলক দেখাতে পারেনি। ঢাকা ক্যাপিটালসের ১৭৭ রান ৩ বল আর ৭ উইকেট হাতে রেখে জিতেছে চিটাগং কিংস। তিন ম্যাচে এটি তাদের দ্বিতীয় জয়।

মাত্র ৩৩ বলে ৯ ছক্কা ও ৩ চারের বিধ্বংসী ইনিংসে ঢাকা ক্যাপিটালসকে ১৭৭ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দেন সাব্বির রহমান। ওপেনার জেসন রয়, তিনে নামা স্টেফেন এসকিনাজি ও শাহাদাত হোসেন দিপু দ্রুত বিদায় নিলে সাব্বির-তামিমের ব্যাটে ঘুরে দাঁড়ায় ঢাকা। ৪৮ বলে ৫৪ রান করা তানজিদ হাসান তামিমকে নিয়ে ৬৩ রানের জুটি গড়েছেন সাব্বির।

এরপর অধিনায়ক থিসারা পেরেরা ১ রানে ফেরার পর ফরমানউল্লাহকে (৯ বলে ১০) নিয়ে আরও ৩০ রান যোগ করেছেন সাব্বির। শেষ পর্যন্ত ৮২ রানের হার-না-মানা ইনিংস খেলে সাব্বির মাঠ ছাড়েন। চিটাগংয়ের হয়ে এদিন বল হাতে সবচেয়ে বেশি সফল ছিলেন খালেদ আহমেদ। ৪ ওভারে মাত্র ২১ রান খরচায় খালেদ শিকার করেন ৩ উইকেট।

১৭৮ রানের টার্গেট টপকাতে নেমে দুই ওপেনারের ব্যাটে উড়ন্ত শুরু পায় চিটাগং কিংস। পাওয়ার প্লের ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে কিংসের স্কোরবোর্ডে ৫৫ রান। তবে পরের ডেলিভারিতেই উইকেট হারান ১৭ রানে থাকা পারভেজ হোসেন ইমন। এরপর গ্রাহাম ক্লার্ককে নিয়ে আরও ৫১ রানের জুটি গড়েন উসমান খান। ২৫ বলে পঞ্চাশ পূর্ণ করে উসমান খান ব্যক্তিগত ৫৫ রানে আউট হলে ভাঙে এই জুটি।

মুস্তাফিজুর রহমান ঢাকাকে গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু এনে দিলেও গ্রাহাম ক্লার্কের ব্যাটে সহজ জয়ের পথে ছুটতে থাকে চিটাগং কিংস। তবে ৩২ বলে ৩৯ করে ক্লার্ক ফিরলে অধিনায়ক মোহাম্মদ মিঠুন আর শামীম হোসেন পাটোয়ারির ব্যাটে জয়ের বন্দরে পৌঁছায় চিটাগং।

বাখ//আর