০৩:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
পাঁচবিবিতে সাংবাদিক ও কবি সুজন হাজারীর মৃত্যু

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিশিষ্ট সাংবাদিক, কবি ও অবঃ প্রাপ্ত ব্যাংক কর্মকর্তা (জনতা ব্যাংক) আব্দুস সাত্তার মন্ডল ওরফে সুজন হাজারী মৃত্যুবরণ করেছেন।
১০ ডিসেম্বর শুক্রবার সকাল সাড়ে ৯টায় দানেজপুরের ঢাকাইয়াপট্টি গ্রামে তাঁর নিজ বাসভবন ইন্তেকাল করেছেন। (ইন্না………..রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি দীর্ঘদিন ধরে ব্রেইন টিউমার, ডায়াবেটিস ও হার্ডের রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে স্ত্রী, ৩ সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আছর বায়তুর নূর জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর নামাজের প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাযা নিজ জম্মভূমি উপজেলার বাগজানা ইউনিয়নের রামভদ্রপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। পরে চেঁচড়া গ্রামে পারিবারিক করবস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন পাঁচবিবি প্রেস ক্লাবের সভাপতি আজাদ আলী, সম্পাদক আবু হাসান, সহ-সভাপতি সজল কুমার দাস, সাবেক সভাপতি আব্দুল হালিম সাবু, বিশিষ্ট সংস্কৃতি কর্মী আমিনুল হক বাবুল, হিন্দু, বৌদ্ধ, ঐক্য পরিষদ সভাপতি অধ্যাপক (অবঃ) সুনীল রায়, বণিক সমিতির সভাপতি তাইজুল ইসলাম, সম্পাদক জীবন কৃষ্ণ সরকার বাপ্পী, জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামিম হোসেন মন্ডল, সাংবাদিক দুলাল অধিকারী, উল্লাস কুমার হাজরা, বাবুল হোসেন, দেলোয়ার হোসেন প্রমুখ।
বাখ//এস