১০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সাদপন্থী হত্যাকারীদের ফাঁসির দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ

বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থী সন্ত্রাসীদের হাতে একাধিক মুসল্লী হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সুনামগঞ্জের উলামা মাশায়েখ সংগঠনের নেতৃবৃন্দ। গেল ১৮ ডিসেম্বর টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে রাতের আঁধারে ঘুমন্ত মুসল্লীদের নির্মমভাবে হত্যা করে সাদপন্থীরা।
শুক্রবার (১০ ডিসেম্বর) বাদ জুম্মা ট্রাফিক পয়েন্ট প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করা হয়। পরে পুরাতন বাস-স্টেশনে গিয়ে বিশেষ মোনাজাতের মাধ্যমে সমাবেশ সমাপ্তি করেন নেতৃবৃন্দ।
জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মুফতি আব্দুল হকের পরিচালনায় মাও. আব্দুল বছির এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, মাও. শায়েখ আনোয়ার হোসেন। বক্তব্য দেন, মুফতি কামরুজ্জামান হাকিমী, মাও. নুরুজ্জামান আলমগীর, শায়খ আব্দুর রহমান, মাও খলিলুর রহমান, মাও রুকন উদ্দিন প্রমুখ।
বক্তারা, দ্রুত মুসল্লী হত্যাকারী সাদপন্থীদের দ্রুত বিচার কার্যক্রম পরিচালনা করে মৃত্যুদন্ডাদেশ দেওয়ার জন্য জোর দাবি তুলেন। অন্যতায় জেলা পর্যায়ের এ প্রতিবাদ সমাবেশ জাতীয় পর্যায়ে রুপ নিবে, এবং কোন অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি ঘটলে এর দায় প্রধান উপদেষ্টাসহ আইনশৃঙ্খলা বাহিনীকে এর দায় নিতে হবে বলে বক্তব্যে জানিয়েছেন তারা।