০৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
গোপালগঞ্জের মুকসুদপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ২৫

গোপালগঞ্জের মুকসুদপুরে আধিপত্য বিস্তার ও পোস্টার লাগানোকে কেন্দ্র করে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ও নির্বাহী কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ -এর সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলছে। শুক্রবার (১০ জানুয়ারি) রাতে উপজেলার চৌরঙ্গ এলাকায় এই সংঘর্ষ শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শীতল চন্দ্র পাল। তিনি জানান, মুকসুদপুরে আধিপত্য বিস্তার নিয়ে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ও নির্বাহী কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহর সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। এ নিয়ে দুপক্ষই একে অপরের বিরুদ্ধে দোষারোপ করে আসছিল।
তিনি আরো জানান, গতকাল রাতে উপজেলার স্থানীয় চৌরঙ্গী মেড়ে পোস্টার লাগানো নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি ও ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনা ঘটে এবং লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষ একে অপরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করলে পুরো এলাকাজুড়ে রণক্ষেত্রে পরিণত হয়। পরে খবর পেয়ে মুকসুদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামানোর চেষ্টা করছে। তবে পুলিশ আহতদের সঠিক সংখ্যা নিশ্চিত করতে না পারলেও একটি ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে বলে নিশ্চিত করেছে।
বাখ//এস