গৌরনদীতে ছাত্রদলের প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা অনুষ্ঠিত

বিএনপির চেয়ারপারর্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে মেরামত করে ৩১ দফা আলোকে আমরা যে কার্যক্রম বাস্তবায়ন করতে যাচ্ছি। আমাদের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ্য করে আমরা সেই বাংলাদেশ তৈরী করবো। যে বাংলাদেশেল স্বপ্ন দেখিয়েছিলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
এ কাজে জাতীয়তাবাদী ছাত্রদল তারেক রহমানের বড় হাতিয়ার। রাষ্ট্রমেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন বাংলাদেশ চাই শ্লোগানে বরিশালের গৌরনদীতে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভায় উদ্বোধন কালে তিনি এ কথা গুলো বলেন।
গৌরনদী উপজেলা, পৌর ও সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের আয়োজনে শনিবার সকালে উপজেলা চত্বর থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। র্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যায়ের উপাচার্য ও বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম।
প্রধান বক্তা ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারন সম্পাদক নাছির উদ্দীন নাছির। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মোঃ রিয়াদ রহমান, জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমান মিঠু, জেলা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাত হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির (ভারপ্রাপ্ত) আহ্বায়ক শরীফ সফিকুর রহমান স্বপন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বাখ//ইস