বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দীর্ঘ দেড় দশক আগে স্বৈরাচারের বিরুদ্ধে যে লড়াই শুরু করেছিলাম তা একদফায় রূপান্তরিত হয়েছিলো। যে কারণে একদফায় পরিণত হয়েছিলো সেই একই কারণে ’৬৯-এর গণঅভ্যুত্থান সৃষ্টি হয়েছিলো, ’৭১ এর মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিলো। একই কারণে নব্বইয়ের গণঅভ্যুত্থান হয়েছিলো।
তিনি বলেন, দুঃখের বিষয় কোনো না কোনোভাবে এ বিজয় ছিনতাই হয়ে যায়। জুলাই বিপ্লবের ৫ মাস পার না হতেই এ বিজয়ের কৃতিত্ব নেওয়ার জন্য লড়াই শুরু হয়েছে। শনিবার বিকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জহুরুল হক মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি প্রয়াত হান্নান আহমেদ খান বাবলুর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
বাখ//আর
সম্পাদক ও প্রকাশক
মানিক কুমার সরকার
banglakhaborbd.com