শাহজাদপুরে তারুণ্যের উৎসব ২০২৫ ক্রিকেট টি-টেন অ্যান্ড সিক্সার্স এর উদ্বোধন

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকালে শাহজাদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তারুণ্যের উৎসব ২০২৫, ক্রিকেট (টি-১০ অ্যান্ড সিক্সার্স) খেলার উদ্বোধন করা হয়।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কর্মকর্তা (ভূমি) মোঃ মুশফিকুর রহমান, শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আছলাম আলী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ বিলাল হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল জব্বার, ঐতিহ্যবাহী শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আল আমিন হোসেন, ঐতিহ্যবাহী শাহজাদপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি রাসেল সরকারসহ প্রমুখ।
বাখ//আর