সংখ্যাগরিষ্ঠতা পেলেও একা সরকার গঠন করবে না বিএনপি : আমীর খসরু

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পেলেও বিএনপি জাতীয় সরকার গঠন করবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ৩১ দফার সংস্কার বাস্তবায়ন সবাইকে নিয়ে করতে চায় তার দল। শনিবার বিকেলে রাজধানীর বানানীতে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা নিয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকাসহ সারাদেশ থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় আড়াইশ শিক্ষার্থী অংশ নেন এই আয়োজনে। এসময়, শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আলোচকরা। প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু বলেন, বিএনপি একা নয় ৪২ দল একসাথে সরকার পতনের আন্দোলন করেছে, অনেক ত্যাগের বিনিময়ে আজকের এই পরিস্থিতি।
সরকার পতনের আন্দোলনে ছাত্রদের ভূমিকা সবচেয়ে বড় উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, আন্দোলনের অন্য অংশীজনদের অবস্থান খাটো করে দেখা যাবে না। আন্দোলনের কৃতিত্ব নিতে গিয়ে যেন ভেদাভেদ সৃষ্টি না হয় সেজন্য সবাইকে সতর্ক করেন তিনি।
বাখ//আর