০৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
হাওর ও জীববৈচিত্র্য রক্ষায় সুনামগঞ্জে কর্মশালা

হাওর ও জীববৈচিত্র্য রক্ষায় করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শনিবার বেলা ১১ টায় এ সভা চলে। বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আখতারুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার নাহিদ নিয়াজ শিশির এর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার, বিরোধা রানী রায়, সাব্বির আমহদ আকুঞ্জি, মোহাম্মদ রেজাউল করিমসহ জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
সভায় হাওর ও জীববৈচিত্র্য রক্ষা এবং হাওর মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন সুনামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সাবেক অধ্যক্ষ শেরগুল আহমেদ, জেলা জামায়াতে ইসলামীর আমির মাও, তোফায়েল আহমদ, জেলা বিএনপি নেতা মোনাজ্জির হোসেন সুজন, সিনিয়র সাংবাদিক পংকজ দে, শাহজাহান চৌধুরী, সুনামগঞ্জ প্রেস ক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক রাজু আহমেদ রমজান। এছাড়া মাঠ পর্যায়ের কৃষক ও সাংগঠনিক সংশ্লিষ্ট ব্যক্তিগন বক্তব্য তুলে ধরেন।
বাখ//এস