০৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

গভীর রাতে কৃষকদল নেতার বাড়িতে আগুন, বৃদ্ধ পিতার মৃত্যু

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমানের বাড়িতে অগ্নিকাণ্ডে তার বৃদ্ধ পিতা আব্দুল হামিদের (৭৫) করুণ মৃত্যু হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) গভীর রাতে উপজেলার নৌবাড়িয়া নতুনপাড়া গ্রামে মর্মান্তিক এই ঘটনা ঘটে।

নিহত আব্দুল হামিদ বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন অবসরপ্রাপ্ত সদস্য। তিনি দীর্ঘদিন ধরে প্যারালাইজড হয়ে শয্যাশায়ী ছিলেন। এছাড়া অগ্নিকাণ্ডের এই ঘটনায় প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।

ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। থানা-পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রাতের খাবার খেয়ে বাড়ির সবাই ঘুমিয়ে যান। হঠাৎ রাত ১২ টার দিকে বাড়িতে আগুন লাগা টের পেয়ে ঘুম ভাঙে সবার। ঘুম থেকে উঠে দেখেন বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। গ্রামবাসির শত চেষ্টার পর আগুন নেভানো গেলেও সবকিছু পুড়ে শেষ হয়ে যায়।ঘরের ভেতর ঘুমিয়ে থাকা বৃদ্ধ আব্দুল হামিদ সেখানেই পুড়ে মারা যান।

এ বিষয়ে চাটমোহর ফায়ার সার্ভিসের কর্মী আব্দুল মোত্তালিব বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ওসি শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। স্বজনদের কোন অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

বাখ//এস

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০২:৫৫:২৫ অপরাহ্ন, রোববার, ১২ জানুয়ারী ২০২৫
৯১ জন দেখেছেন

গভীর রাতে কৃষকদল নেতার বাড়িতে আগুন, বৃদ্ধ পিতার মৃত্যু

আপডেট : ০২:৫৫:২৫ অপরাহ্ন, রোববার, ১২ জানুয়ারী ২০২৫

পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমানের বাড়িতে অগ্নিকাণ্ডে তার বৃদ্ধ পিতা আব্দুল হামিদের (৭৫) করুণ মৃত্যু হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) গভীর রাতে উপজেলার নৌবাড়িয়া নতুনপাড়া গ্রামে মর্মান্তিক এই ঘটনা ঘটে।

নিহত আব্দুল হামিদ বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন অবসরপ্রাপ্ত সদস্য। তিনি দীর্ঘদিন ধরে প্যারালাইজড হয়ে শয্যাশায়ী ছিলেন। এছাড়া অগ্নিকাণ্ডের এই ঘটনায় প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।

ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। থানা-পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রাতের খাবার খেয়ে বাড়ির সবাই ঘুমিয়ে যান। হঠাৎ রাত ১২ টার দিকে বাড়িতে আগুন লাগা টের পেয়ে ঘুম ভাঙে সবার। ঘুম থেকে উঠে দেখেন বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। গ্রামবাসির শত চেষ্টার পর আগুন নেভানো গেলেও সবকিছু পুড়ে শেষ হয়ে যায়।ঘরের ভেতর ঘুমিয়ে থাকা বৃদ্ধ আব্দুল হামিদ সেখানেই পুড়ে মারা যান।

এ বিষয়ে চাটমোহর ফায়ার সার্ভিসের কর্মী আব্দুল মোত্তালিব বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ওসি শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। স্বজনদের কোন অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

বাখ//এস