০২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
চৌহালী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল

আলীগর খ্যাত চৌহালী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বভার পেলেন একই কলেজের সহকারী অধ্যাপক মো: আনোয়ারুল ইসলাম। জ্যেষ্ঠতম শিক্ষক হিসেবে তিনি এ দায়িত্ব পেলেন। চলতি দায়িত্বে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছিলেন সহকারী অধ্যাপক মকবুল হোসেন। গত সপ্তাহে তিনি দায়িত্বভার প্রদান করে অবসরে গেলেন।
নিয়ম অনুযায়ী শেষ কর্মদিবসে উপস্থিত থেকে শিক্ষা মন্ত্রণালয়ের জানুয়ারি জারি করা প্রজ্ঞাপন ও বিধি মোতাবেক কলেজের জ্যেষ্ঠ শিক্ষক মো: আনোয়ারুল ইসলাম ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পান। আনোয়ারুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর চৌহালী ডিগ্রি কলেজে মার্কেটিং বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। ভদ্র ও সদালাপী হিসেবে কলেজ জুড়ে তাঁর সুখ্যাতি আছে।
কলেজে শিক্ষার মানোন্নয়নে তিনি সকল শিক্ষক, অভিভাবক ও সুধীজনের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। এদিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পাওয়ার পর আনোয়ারুল ইসলামকে সহকর্মী শিক্ষক-কর্মচারীদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। ব্যক্তিগত জীবনে স্ত্রী মমতাজ বেগম, প্রভাষক ফিনান্সিং ও ব্যাংকিং চৌহালী সরকারি কলেজে কর্মরত আছেন। তার দুটি মেয়ে ১ম মোছা: আইশা সিদ্দিকী ২য় মেয়ে অনার্স প্রথম বর্ষ ব্যবস্থাপনা বিভাগ বাংলা কলেজ ঢাকা।
বাখ//এস