পটুয়াখালী প্রেস ক্লাবের আহবায়ক কমিটিকে “আমরা -৮৪”-বন্ধুদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

একটি অরাজনৈতিক সংগঠন “আমরা -৮৪”-পটুয়াখালী বন্ধুদের পক্ষ থেকে নবগঠিত পটুয়াখালী প্রেস ক্লাবের আহবায়ক কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পটুয়াখালীর চুরাশিয়ান বন্ধুরা।
শনিবার রাত ৮ টায় পটুয়াখালী প্রেস ক্লাব মিলনায়তনে “আমরা -৮৪”-পটুয়াখালী চুরাশিয়ান বন্ধু আলমগীর হোসেন বাচ্চুর এর সঞ্চালনে বক্তব্য রাখেন চুরাশিয়ান বন্ধু মনিরুল ইসলাম লিটন, অধ্যাপিকা লায়লা ইয়াসমিন, পটুয়াখালী প্রেস ক্লাবের আহবায়ক চুরাশিয়ান বন্ধু মোঃ জাকির হোসেন।
এছাড়া অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র দাস, পটুয়াখালী প্রেস ক্লাবের নব-গঠিত কমিটির সদস্য সচিব গোলাম রহমান।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক সাবেক সভাপতি নির্মল কুমার রক্ষিত, গোলাম কিবরিয়া, স্বপন ব্যানার্জী, কাজল রবণ দাস, পটুয়াখালী প্রেস ক্লাবের আহবায়ক কমিটির সদস্য চুরাশিয়ান বন্ধু মোঃ জাহাঙ্গীর হোসেন, সদস্য মশিউর রহমান বাবলু,সাংবাদিক শংকর দাস, মনির হোসেন বাদল, জাকির মাহমুদ সেলিম, মুজাহিদুল ইসলাম নান্নু, শফিকুল ইসলাম সুমন, আতিকুল আলম সোহেল, নয়ন, তনু, রাজীব, অপূর্বসহ “আমরা -৮৪”-পটুয়াখালীর অর্ধশত চুরাশিয়ান বন্ধুরা।
বাখ//এস