০৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

লস অ্যাঞ্জেলেসে দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ১৬

আন্তর্জজাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। স্থানীয় সময় শনিবার লস অ্যাঞ্জেলেসের কাউন্টি করোনার বিষয়টি নিশ্চিত করেছেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি মেডিকেল এক্সামিনার বা করোনারে কার্যালয় দাবানলের কারণে নিহতদের একটি তালিকা প্রকাশ করেছে। তবে তালিকায় নিহতদের বিস্তারিত পরিচয় বা বিবরণ দেওয়া হয়নি। নথিতে বলা হয়েছে, দাবানলের কারণে প্যালিসেডস ফায়ার জোনে ৫ জন এবং ইটন ফায়ার জোনে ১১ জন নিহত হয়েছেন।

এদিকে পূর্ব দিকে অগ্রসর হতে শুরু করেছে দাবানল। স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতে এ প্রবণতা শুরু হয়। নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন অগ্নিনির্বাপণকর্মীরা। রয়টার্সের খবরে বলা হয়, শুক্রবার রাতে লস অ্যাঞ্জেলেসে বাতাসের তীব্রতা কিছুটা কমে আসে। ক্লান্ত অগ্নিনির্বাপণ কর্মীদের জন্য এটি কিছুটা স্বস্তির হলেও দাবানলের দিক পরিবর্তনের ফলে নতুন করে উপদ্রুত এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ।

এ ছাড়া ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে কমপক্ষে ১০ হাজার ঘরবাড়ি ও অন্যান্য স্থাপনা। দাবানল নিয়ন্ত্রণে পানির সংকটের বিষয়টির স্বাধীন তদন্ত চেয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম।

বিবিসির খবরে বলা হয়েছে, বাতাস আবারও তীব্র হওয়ার পূর্বাভাস থাকায় শঙ্কিত উপদ্রুত ও সংলগ্ন এলাকার বাসিন্দারা। উদ্ভূত পরিস্থিতিতে যেসব অধিবাসী উপদ্রুত এলাকা ছেড়ে গেছেন, তাঁদের এখনই না ফেরার অনুরোধ জানিয়েছেন লস অ্যাঞ্জেলেসের পুলিশ প্রধান ম্যাকডনেল।

বাখ//আর

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ১০:১০:৫০ পূর্বাহ্ন, রোববার, ১২ জানুয়ারী ২০২৫
১৫০ জন দেখেছেন

লস অ্যাঞ্জেলেসে দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ১৬

আপডেট : ১০:১০:৫০ পূর্বাহ্ন, রোববার, ১২ জানুয়ারী ২০২৫

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। স্থানীয় সময় শনিবার লস অ্যাঞ্জেলেসের কাউন্টি করোনার বিষয়টি নিশ্চিত করেছেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি মেডিকেল এক্সামিনার বা করোনারে কার্যালয় দাবানলের কারণে নিহতদের একটি তালিকা প্রকাশ করেছে। তবে তালিকায় নিহতদের বিস্তারিত পরিচয় বা বিবরণ দেওয়া হয়নি। নথিতে বলা হয়েছে, দাবানলের কারণে প্যালিসেডস ফায়ার জোনে ৫ জন এবং ইটন ফায়ার জোনে ১১ জন নিহত হয়েছেন।

এদিকে পূর্ব দিকে অগ্রসর হতে শুরু করেছে দাবানল। স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতে এ প্রবণতা শুরু হয়। নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন অগ্নিনির্বাপণকর্মীরা। রয়টার্সের খবরে বলা হয়, শুক্রবার রাতে লস অ্যাঞ্জেলেসে বাতাসের তীব্রতা কিছুটা কমে আসে। ক্লান্ত অগ্নিনির্বাপণ কর্মীদের জন্য এটি কিছুটা স্বস্তির হলেও দাবানলের দিক পরিবর্তনের ফলে নতুন করে উপদ্রুত এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ।

এ ছাড়া ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে কমপক্ষে ১০ হাজার ঘরবাড়ি ও অন্যান্য স্থাপনা। দাবানল নিয়ন্ত্রণে পানির সংকটের বিষয়টির স্বাধীন তদন্ত চেয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম।

বিবিসির খবরে বলা হয়েছে, বাতাস আবারও তীব্র হওয়ার পূর্বাভাস থাকায় শঙ্কিত উপদ্রুত ও সংলগ্ন এলাকার বাসিন্দারা। উদ্ভূত পরিস্থিতিতে যেসব অধিবাসী উপদ্রুত এলাকা ছেড়ে গেছেন, তাঁদের এখনই না ফেরার অনুরোধ জানিয়েছেন লস অ্যাঞ্জেলেসের পুলিশ প্রধান ম্যাকডনেল।

বাখ//আর