০৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শ্রীনগরে বিএনপির অঙ্গ-সংগঠনের ৩ কর্মী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় থানা থেকে যুবদল নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির অঙ্গ-সংগঠনের ৩ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ৭ টার দিকে শ্রীনগর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। এরা হচ্ছে সিয়াম পাঠান (২৮), শুভ পাঠান (২৭) ও মো. হিমেল (৩০)।
শ্রীনগর থানার ইন্সপেক্টর তদন্ত মো.আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। প্রসঙ্গত : গত শুক্রবার দিনগত রাত সাড়ে ১০ টার দিকে একটি মামলার এজাহার নামীয় ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তারকৃত যুবদল নেতা তরিকুল ইসলামকে শ্রীনগর থানা থেকে পুলিশের বাঁধা উপেক্ষা করে ছিনিয়ে নিয়ে যায় বিএনপির অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
বাখ//এস