সাকিব ও লিটনকে ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফির দল

চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে চারদিকে নানা গুঞ্জন। ইতোমধ্যে অবসর নিয়ে ফেলায় তামিম ইকবাল আলোচনায় নেই। বোলিংয়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় পড়া সাকিব আল হাসানও যে থাকছেন না এটাও নিশ্চিত। এবার বাদ পড়তে যাচ্ছেন আরও এক পরিচিত মুখ।
দেশের সেরা দুই তারকা ক্রিকেটার চ্যাম্পিয়ন্স ট্রফিতে না থাকলেও পঞ্চপাণ্ডবের প্রতিনিধিত্ব করবেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। ধারাবাহিক ব্যর্থতার কারণে লিটন কুমার দাসকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হচ্ছে না বলে জানা গেছে। উইকেট রক্ষক এ ব্যাটারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ভার ছেড়ে দেন বিসিবি সভাপতি ফারুক আহমেদের ওপর। কন্ডিশন এবং ব্যাটিং-বোলিং সংমিশ্রণ মাথায় রেখে বোলিং বিভাগ সাজানো হতে পারে চার পেসার দিয়ে।
তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তানজিদ হাসান সাকিবকে দেখা যেতে পারে ১৫ জনের দলে। টিম ম্যানেজমেন্ট ও নির্বাচনের মার্কিংয়ে হাসান মাহমুদ থেকে বেশি মার্কস পেয়েছেন তানজিদ সাকিব। এ ছাড়া এক দিনের দলে খুব একটা পরিবর্তন নাও হতে পারে। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ, স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের সঙ্গে লেগস্পিনার রিশাদ হোসেন থাকতে পারেন। বিকল্প ওপেনার হিসেবে নেওয়া হতে পারে পারভেজ হোসেন ইমনকে। ওয়েষ্ট ইন্ডিজ সফরের দলে ছিলেন তিনি। ৭টি আন্তর্জাতিক টি২০ ম্যাচ খেলা ইমনের ওয়ানডে অভিষেক হয়নি। ৫০ ওভারের ক্রিকেটে আন্তর্জাতিক অভিষেক না করেও বৈশ্বিক টুর্নামেন্টে সুযোগ পাওয়া পারভেজ ইমনকে সৌভাগ্যবানই বলতে হবে।
চ্যাম্পিয়ন্স ট্রফির দলের আনুষ্ঠানিক অনুমোদন পেতে বিসিবি সভাপতির সঙ্গে নির্বাচকদের মিটিং হয়ে গেছে। জাতীয় দল-সংশ্লিষ্ট একজন জানান, সভাপতি দল অনুমোদন করেছেন। ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে আইসিসিতে মেইলও করা হয়ে থাকতে পারে। জানা গেছে, আজ বেলা ১১টায় দল ঘোষণা করার পরিকল্পনা আছে বিসিবির।
চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাব্য দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, তানজিম হাসান তামিম, তাওহিদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, রিশাদ হোসেন, মাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিদ হাসান সাকিব, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান।
বাখ//আর