হঠাৎ বাড়ল স্বর্ণের দাম

বিশ্ববাজারে হঠাৎ স্বর্ণের দাম বেড়েছে। এক দিনের ব্যবধানে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়েছে ১৯ দশমিক ৬৬ ডলার। সেই হিসেবে দেশের বাজারেও যেকোনো সময় দামি এই ধাতুটির দাম বাড়তে পারে। শনিবার (১১ জানুয়ারি) রাত ৮টা পর্যন্ত স্পট মার্কেটে স্বর্ণের দাম অবস্থান করছিল ২ হাজার ২৬৯৮ দশমিক ৯৪ ডলার।
সপ্তাহ হিসাবে, গত ৩০ ডিসেম্বর স্বর্ণের আউন্স ছিল ২ হাজার ৫৯৯ ডলার। গত সপ্তাহের লেনদেন শেষে ২ হাজার ৬৯৮ দশমিক ৯৪ ডলারে দাঁড়িয়েছে। অর্থাৎ, প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়েছে ৯৯ ডলারের ওপর।
সর্বশেষ সোমবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করে থাকে। সংগঠনটির সবশেষ দেওয়া দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৮ হাজার ২৮৮ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩২ হাজার ১ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৩ হাজার ১৪১ টাকা। সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৯২ হাজার ৮৬৯ টাকা।
বাখ//আর