বরিশাল জেলার উজিরপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার করেছে পুলিশ। উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের উত্তর মোড়াকাঠী গ্রামের স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুধর্ষ ডাকাতি সংঘটিত হয়।
এ সময় ডাকাত চক্রের হামলায় পরিবারের ৫ সদস্য গুরুত্বর আহত হন। পুলিশ ও ভুক্তভোগী সুত্রে জানা যায় ১২ জানুয়ারী রবিবার রাত ২ টার দিকে উত্তর মোড়াকাঠী গ্রামের শিকারপুর বন্দরের স্বর্ণ ব্যবসায়ী জামাল সরদারের ঘরে দেশীয় ধারালো অস্ত্র ও আগ্নেয় অস্ত্র নিয়ে ডাকাত চক্ররা দরজা ভেঙ্গে ঘরে ঢুকে ইটালী প্রবাসীর মেয়ের জামাই রাশেদ খান, মেয়ে মনি বেগম, ছেলে নবীন সরদার, নাতি রিমি, জামাল সরদারের স্ত্রীকে মারধর করে এবং অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্নালংকার, নগদ অর্থ, বৈদেশিক মুদ্রাসহ অর্ধকোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এরমধ্যে প্রায় ৩৭ ভরি স্বর্ণ, ৯ ভরি রৌপ্য নগদ ২লক্ষ টাকা, বৈদেশিক মূদ্রা ও ৩টি ব্যবহৃত মোবাইল সেট সহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত চক্ররা। এদিকে ডাকাতির ঘটনা টের পেয়ে এলাকাবাসী চারদিক থেকে ঘিরে ফেললে ডাকাত চক্ররা বোমা ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে পালানোর সময় বানারীপাড়া উপজেলার ইলুহার গ্রামের আঃ গাফফারের ছেলে আন্তঃজেলা ডাকাত সদস্য ফোরকান(৩২), চাদপুর জেলার হাইমচর থানার উত্তর বগুলা গ্রামের জমির আলী হাওলাদারের ছেলে ইমরান (২৬) নামের ২জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
তাদের স্বীকারোক্তি অনুযায়ী উজিরপুর মডেল থানার পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পশ্চিম বামরাইল গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা শাহজাহানের ছেলে সোহেল সরদার (৩৫), রাসেল সরদার (২৬) ও একই গ্রামের মৃত কাসেম বিশ্বাসের ছেলে আলিম বিশ্বাস (৩৮), নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানার বড় চ্যাংগাইর গ্রামের মতিউর রহমানের ছেলে মিনহাজ (২০) কে গ্রেফতার করেছে।
এছাড়াও ঘটনাস্থল থেকে ঢাকা মেট্রো ন-১৫-৫৬০০ ডাকাত চক্রের ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করেছে পুলিশ।এ ব্যাপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান ডাকাতির ঘটনায় ইতিমধ্যে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে এবং মামলা প্রকৃয়াধীন।