চ্যাম্পিয়নস ট্রফির দল দিলো দক্ষিণ আফ্রিকা

আগামী মাসের ১৯ তারিখ মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। আসন্ন এই আসরকে সামনে রেখে একে দল ঘোষণা করছে অংশগ্রহণকারী দলগুলো। সেই তালিকায় যোগ দিয়েছে দক্ষিণ আফ্রিকাও। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। আর তাতে প্রথমবারের মতো আইসিসি ইভেন্টে খেলার জন্য ডাক পেয়েছেন চার ক্রিকেটার।
টেম্বা বাভুমাকে অধিনায়ক করে ঘোষিত স্কোয়াডে ফিরেছেন নরকিয়া-এনগিডির মতো অভিজ্ঞ পেসাররা। চোটের কারণে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই দলের বাইরে ছিলেন এনরিখ নরকিয়া। চ্যাম্পিয়নস ট্রফির দিয়ে দলে ফিরছেন তিনি। ২০২৪ সালের শেষভাগে এসে চোটে পড়েছিলেন লুঙ্গি এনগিডি। তাকেও রাখা হয়েছে স্কোয়াডে।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড:
টেম্বা বাভুমা (অধিনায়ক), মার্কো ইয়ানসেন, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, উইয়ান মাল্ডার, লুঙ্গি এনগিডি, আনরিখ নরকিয়া, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, তাবরাইজ শামসি, ত্রিস্টান স্টাবস, রাসি ফন ডার ডুসেন।
বাখ//আর