ডামুড্যায় তারুণ্যের উৎসব পালনে যুব সমাবেশ, র্যালি ও কর্মশালা অনুষ্ঠিত

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এ প্রতিপাদ্য সামনে রেখে শরীয়তপুরের ডামুড্যায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে যুব সমাবেশ, র্যালি ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সামনে যুব সমাবেশ হয় এরপর একই স্থান থেকে একটি র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সভা কক্ষে এসে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালায় অংশ গ্রহণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল মালেক এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান এর সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী আবু নাঈম নাবিল, অফিসার ইনচার্জ ওসি হাফিজুর রহমান মানিক, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, সমাজ সেবা কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার সুকন্ঠ ভক্ত, উপজেলা যুবদলের সভাপতি মোঃ উজ্জ্বল সিকদার, ছাত্র সমন্বয়কারী মোঃ মাহাবুব আলম জয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক, ছাত্র সমন্বয়কারী ফয়সাল হোসেন, জান্নাতুল জারা, রিফাত সিকদার সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা।
বাখ//এস