০৪:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পাকুন্দিয়ায় দুর্বৃত্তের আগুনে পুড়ল মাইক্রোবাস

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পাপ্পু মিয়া নামের এক প্রবাসীর বাড়ির গ্যারেজে থাকা একটি মাইক্রোবাস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে পাকুন্দিয়া-হোসেনপুর পাকা সড়কের পাশে উপজেলার তারাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনে। তবে এ ব্যাপারে এখনো থানায় কোনো মামলা হয়নি।

মাইক্রোবাসটির মালিক তারাকান্দি গ্রামের প্রবাসী পাপ্পু মিয়া জানান, বিদেশ থেকে বাড়ি এসে ব্যাংক থেকে কয়েক লাখ টাকা ঋণ নিয়ে চার মাস আগে ৩৫ লাখ টাকা দিয়ে হাইয়েস ব্র্যান্ডের একটি মাইক্রোবাস কিনেন তিনি। প্রতিদিনের ন্যায় রবিবার সন্ধ্যায় মাইক্রোবাসটি বাড়ির গ্যারেজে রেখে দেন। রাত আড়াইটার দিকে ওই মাইক্রোবাসটিতে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। গ্রামবাসী টের পেয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও এর বেশিরভাগ পুড়ে যায়। পরে পাকুন্দিয়া থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। তিনি জানান, মাইক্রোবাসটি তাঁর আয়ের একমাত্র উৎস ছিল। এটি চালিয়ে তিনি তার আট সদস্যের সংসার চালাতেন।

পাপ্পু মিয়া আরও জানান, স্থানীয় কয়েকজন নেতা কিছুদিন আগে তাঁর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। চাঁদা দিতে তিনি অপারগতা জানান। এতে তারা ক্ষিপ্ত হয়ে নানা ধরনের হুমকি ধমকি দিয়ে আসছিল। সম্ভবত ওই ব্যাক্তিরাই মাইক্রোবাসটি আগুন দিয়ে পুড়িয়ে দিতে পারে বলে তিনি দাবি করেন। তবে তিনি আজ সোমবার রাতে ওই ব্যাক্তিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করবেন বলে জানান।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস তা নিভিয়ে ফেলে। পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে গাড়িতে কিভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাখ//আর

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৪:৪৯:১১ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
৯৯ জন দেখেছেন

পাকুন্দিয়ায় দুর্বৃত্তের আগুনে পুড়ল মাইক্রোবাস

আপডেট : ০৪:৪৯:১১ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পাপ্পু মিয়া নামের এক প্রবাসীর বাড়ির গ্যারেজে থাকা একটি মাইক্রোবাস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে পাকুন্দিয়া-হোসেনপুর পাকা সড়কের পাশে উপজেলার তারাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনে। তবে এ ব্যাপারে এখনো থানায় কোনো মামলা হয়নি।

মাইক্রোবাসটির মালিক তারাকান্দি গ্রামের প্রবাসী পাপ্পু মিয়া জানান, বিদেশ থেকে বাড়ি এসে ব্যাংক থেকে কয়েক লাখ টাকা ঋণ নিয়ে চার মাস আগে ৩৫ লাখ টাকা দিয়ে হাইয়েস ব্র্যান্ডের একটি মাইক্রোবাস কিনেন তিনি। প্রতিদিনের ন্যায় রবিবার সন্ধ্যায় মাইক্রোবাসটি বাড়ির গ্যারেজে রেখে দেন। রাত আড়াইটার দিকে ওই মাইক্রোবাসটিতে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। গ্রামবাসী টের পেয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও এর বেশিরভাগ পুড়ে যায়। পরে পাকুন্দিয়া থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। তিনি জানান, মাইক্রোবাসটি তাঁর আয়ের একমাত্র উৎস ছিল। এটি চালিয়ে তিনি তার আট সদস্যের সংসার চালাতেন।

পাপ্পু মিয়া আরও জানান, স্থানীয় কয়েকজন নেতা কিছুদিন আগে তাঁর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। চাঁদা দিতে তিনি অপারগতা জানান। এতে তারা ক্ষিপ্ত হয়ে নানা ধরনের হুমকি ধমকি দিয়ে আসছিল। সম্ভবত ওই ব্যাক্তিরাই মাইক্রোবাসটি আগুন দিয়ে পুড়িয়ে দিতে পারে বলে তিনি দাবি করেন। তবে তিনি আজ সোমবার রাতে ওই ব্যাক্তিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করবেন বলে জানান।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস তা নিভিয়ে ফেলে। পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে গাড়িতে কিভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাখ//আর