০৫:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

বশেমুরকৃবি’তে সবুজায়ন ও পরিচ্ছন্নতা বিষয়ে সেমিনার

কাজী মকবুল, গাজীপুর প্রতিনিধি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজিত ‘সবুজে বাঁচি, পরিচ্ছনতায় সুন্দর ক্যাম্পাস গড়ি’ শীষর্ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের চলাচলের সুবিধার্থে এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র সেমিনার কক্ষে ১৩ জানুয়ারি, সোমবার সকাল এগারোটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ সেমিনার কার্যক্রম চলে। এতে অংশগ্রহণ করেন বশেমুরকৃবি’র সকল পরিচ্ছন্নতাকর্মী এবং মালী।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও সেমিনারের শুভ উদ্বোধন করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী। পরিচ্ছন্নতা কার্যক্রমের এ সেমিনারে স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মোঃ মসিউল ইসলাম এবং আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান।

এ সময় সেমিনারের মূল বক্তব্য অনুযায়ী সবুজে বাঁচার গুরুত্ব, পরিচ্ছন্নতার প্রয়োজনীয়তা এবং পরিচ্ছন্নতা রক্ষায় কর্মীদের ভূমিকাসহ কর্মীদের বাস্তব অভিজ্ঞতা ও উদ্ভূত সমস্যা-সমাধানের উপায়ে বিস্তর আলোচনা করেন কৃষিতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মোঃ মসিউল ইসলাম। অন্যদিকে পুরো ক্যাম্পাসের পরিচ্ছন্নতা ও সবুজায়ন সংশ্লিষ্ট কার্যক্রমের ভিডিও এবং ছবি নিয়ে একটি প্রাণবন্ত প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেনেটিক্স এন্ড প্ল্যান্ট ব্রিডিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান। শেষে উপস্থিত কর্মীদের গ্রুপ ভিত্তিক আলোচনা ও প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে মতামত গ্রহণ করে কীভাবে ক্যাম্পাসকে আরো মনোরম করে গড়ে তোলা যায় সে বিষয়ে চমকপ্রদ নতুন ধারণা উপস্থাপন করেন পরিচালক (আইকিউএসি) প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী।

উপস্থাপকবৃন্দের আলোচনায় এ বিশ্ববিদ্যালয়কে পরিবেশ ও সবুজায়ন করার পাশাপাশি কর্মীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রমের সাথে জড়িত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রত্যয় ব্যক্ত হয়। এদিকে কর্মীদের এ বিষয়ে সার্বিক ধারণা ও বাস্তব অভিজ্ঞতা তুলে ধরার জন্য উপস্থিত কর্মীগণ উচ্ছ্বাস প্রকাশ এবং আইকিউএসি টিমকে বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

বাখ//আর

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৫:৩৭:৪২ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
১১০ জন দেখেছেন

বশেমুরকৃবি’তে সবুজায়ন ও পরিচ্ছন্নতা বিষয়ে সেমিনার

আপডেট : ০৫:৩৭:৪২ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজিত ‘সবুজে বাঁচি, পরিচ্ছনতায় সুন্দর ক্যাম্পাস গড়ি’ শীষর্ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের চলাচলের সুবিধার্থে এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র সেমিনার কক্ষে ১৩ জানুয়ারি, সোমবার সকাল এগারোটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ সেমিনার কার্যক্রম চলে। এতে অংশগ্রহণ করেন বশেমুরকৃবি’র সকল পরিচ্ছন্নতাকর্মী এবং মালী।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও সেমিনারের শুভ উদ্বোধন করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী। পরিচ্ছন্নতা কার্যক্রমের এ সেমিনারে স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মোঃ মসিউল ইসলাম এবং আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান।

এ সময় সেমিনারের মূল বক্তব্য অনুযায়ী সবুজে বাঁচার গুরুত্ব, পরিচ্ছন্নতার প্রয়োজনীয়তা এবং পরিচ্ছন্নতা রক্ষায় কর্মীদের ভূমিকাসহ কর্মীদের বাস্তব অভিজ্ঞতা ও উদ্ভূত সমস্যা-সমাধানের উপায়ে বিস্তর আলোচনা করেন কৃষিতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মোঃ মসিউল ইসলাম। অন্যদিকে পুরো ক্যাম্পাসের পরিচ্ছন্নতা ও সবুজায়ন সংশ্লিষ্ট কার্যক্রমের ভিডিও এবং ছবি নিয়ে একটি প্রাণবন্ত প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেনেটিক্স এন্ড প্ল্যান্ট ব্রিডিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান। শেষে উপস্থিত কর্মীদের গ্রুপ ভিত্তিক আলোচনা ও প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে মতামত গ্রহণ করে কীভাবে ক্যাম্পাসকে আরো মনোরম করে গড়ে তোলা যায় সে বিষয়ে চমকপ্রদ নতুন ধারণা উপস্থাপন করেন পরিচালক (আইকিউএসি) প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী।

উপস্থাপকবৃন্দের আলোচনায় এ বিশ্ববিদ্যালয়কে পরিবেশ ও সবুজায়ন করার পাশাপাশি কর্মীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রমের সাথে জড়িত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রত্যয় ব্যক্ত হয়। এদিকে কর্মীদের এ বিষয়ে সার্বিক ধারণা ও বাস্তব অভিজ্ঞতা তুলে ধরার জন্য উপস্থিত কর্মীগণ উচ্ছ্বাস প্রকাশ এবং আইকিউএসি টিমকে বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

বাখ//আর