০৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

গলাচিপায় ৪৬ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

মো.মাজহারুল ইসলাম মলি, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
‘জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে শুরু হয়েছে ৪৬ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। আজ (১৪ জানুয়ারি) সকাল ১০ টায় মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলার গণ অধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর ডা. মো. জাকির হোসেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরজু আক্তার, গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. আশাদুর রহমান, ইসলামি আন্দোলন বাংলাদেশের পৌর সভাপতি মো. নাজমুল হক রিপন, গণ অধিকার পরিষদের সদস্য সচিব মো. জাকির মুন্সি এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার আবুল কালাম সাঈদ।
উপজেলা প্রশাসনের আয়োজনে দুইদিনব্যাপী (১৪ ও ১৫ জানুয়ারি) এই বিজ্ঞান মেলা, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা একযোগে অনুষ্ঠিত হচ্ছে।
মেলায় ১০টি স্টলে বিভিন্ন স্কুল, কলেজ এবং মাদ্রাসার শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করেছে। প্রকল্পগুলোর মধ্যে ছিল পরিবেশবান্ধব প্রযুক্তি, রোবোটিক্স, নবায়নযোগ্য শক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক উদ্ভাবন।
প্রধান অতিথি মিজানুর রহমান তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাধারা বিকাশে উৎসাহ প্রদান করেন। তিনি বলেন, “বিজ্ঞান শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের মেলা তাদের সৃজনশীলতাকে উদ্দীপ্ত করবে।
গলাচিপা মহিলা কলেজের শিক্ষার্থী ফারিয়া জাহান তৌফিকা বিজ্ঞান মেলার অভিজ্ঞতা নিয়ে বলেন, “বিজ্ঞান মেলা আমাদের একটি আবেগের জায়গা। প্রতিবছর এই মেলার আয়োজন আমাদের জন্য অনেক আনন্দের। নতুন নতুন জিনিস আবিষ্কার করা, সহপাঠীদের সঙ্গে গ্রুপ ওয়ার্ক করা—এটা সত্যিই ভিন্ন এক অনুভূতি। এখানে এসে আমরা অনেক উদ্ভাবনী জিনিস দেখতে পাই এবং নতুন অনেক কিছু জানতে পারি।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। মেলার দ্বিতীয় দিনে কর্মশালা, কুইজ প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে।
বাখ//এস

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০১:৩৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
১৩৯ জন দেখেছেন

গলাচিপায় ৪৬ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

আপডেট : ০১:৩৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
‘জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে শুরু হয়েছে ৪৬ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। আজ (১৪ জানুয়ারি) সকাল ১০ টায় মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলার গণ অধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর ডা. মো. জাকির হোসেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরজু আক্তার, গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. আশাদুর রহমান, ইসলামি আন্দোলন বাংলাদেশের পৌর সভাপতি মো. নাজমুল হক রিপন, গণ অধিকার পরিষদের সদস্য সচিব মো. জাকির মুন্সি এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার আবুল কালাম সাঈদ।
উপজেলা প্রশাসনের আয়োজনে দুইদিনব্যাপী (১৪ ও ১৫ জানুয়ারি) এই বিজ্ঞান মেলা, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা একযোগে অনুষ্ঠিত হচ্ছে।
মেলায় ১০টি স্টলে বিভিন্ন স্কুল, কলেজ এবং মাদ্রাসার শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করেছে। প্রকল্পগুলোর মধ্যে ছিল পরিবেশবান্ধব প্রযুক্তি, রোবোটিক্স, নবায়নযোগ্য শক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক উদ্ভাবন।
প্রধান অতিথি মিজানুর রহমান তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাধারা বিকাশে উৎসাহ প্রদান করেন। তিনি বলেন, “বিজ্ঞান শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের মেলা তাদের সৃজনশীলতাকে উদ্দীপ্ত করবে।
গলাচিপা মহিলা কলেজের শিক্ষার্থী ফারিয়া জাহান তৌফিকা বিজ্ঞান মেলার অভিজ্ঞতা নিয়ে বলেন, “বিজ্ঞান মেলা আমাদের একটি আবেগের জায়গা। প্রতিবছর এই মেলার আয়োজন আমাদের জন্য অনেক আনন্দের। নতুন নতুন জিনিস আবিষ্কার করা, সহপাঠীদের সঙ্গে গ্রুপ ওয়ার্ক করা—এটা সত্যিই ভিন্ন এক অনুভূতি। এখানে এসে আমরা অনেক উদ্ভাবনী জিনিস দেখতে পাই এবং নতুন অনেক কিছু জানতে পারি।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। মেলার দ্বিতীয় দিনে কর্মশালা, কুইজ প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে।
বাখ//এস