ঝিকরগাছায় লাগসই প্রযুক্তির প্রয়োগ সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

যশোরের ঝিকরগাছায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এস তত্বাবধানে অনুষ্ঠিত সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. উম্মে শারমিন আক্তার। সেমিনার ও প্রদর্শন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সিনিয়র সাইন্টিফিক অফিসার মোঃ সুরমান আলী ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ড. মৌসোনা ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন, ঝিকরগাছা উপজেলা সহকারী কমিশনার ভূমি নাভিদ সারওয়ার, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মাসুমা আক্তার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার কামরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক, যুব উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জেল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী রাকিবুল ইসলাম, সমাজসেবা অফিসার মেজবাহ উদ্দিন, সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম, তথ্যসেবা কর্মকর্তা রেকসোনা সুলতানা, সহকারী মৎস্য অফিসার নান্নু রেজা, সহকারী যুব উন্নয়ন অফিসার আফজাল হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ছাত্র প্রতিনিধিবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।
বাখ//এস