মার্চে ভারতের বিপক্ষে অভিষেক হামজার!

মার্চে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে হামজাকে পেতে এ মাসেই ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির সঙ্গে আলোচনা করবেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। লাল সবুজের জার্সিতে খেলার অপেক্ষায় থাকা হামজা বাংলাদেশে এলে তাকে জমকালো আয়োজনে বরণ করে নেবে ফেডারেশন। সময় সংবাদে জানিয়েছেন সভাপতি তাবিথ আউয়াল।
হামজার মতো ফুটবলারদের যোগ দেয়ার খবরে দেশের ফুটবলে আগ্রহ বাড়ছে পৃষ্ঠপোষকদের। বাংলাদেশি বংশদ্ভূত আরো প্রবাসী ফুটবলার দলে ভেড়াতে ফেডারেশন কাজ করছে বলেও জানান তাবিথ আউয়াল।বিদায়ী বছরের শেষটায় সবচেয়ে বড় সুখবর এসেছে দেশের ফুটবলে।
ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভুত ইংলিশ ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীকে পাওয়ার কঠিন কাজটা সেরেছে ফেডারেশন। ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে তাকে পাওয়ার আশা বাফুফের। ইপিএলের ব্যস্ততার মাঝে হামজাকে পাওয়ার প্রক্রিয়া সারতে এ মাসেই লেস্টার সিটি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন সভাপতি তাবিথ আউয়াল।
বাখ//আর