০৪:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
পাইকগাছায় তারুণ্যের উৎসব ফুটবল প্রতিযোগিতায় চাঁদখালী চ্যাম্পিয়ন

খুলনার পাইকগাছা উপজেলা প্রশাসন আয়োজিত তারুণ্যের উৎসব উপলক্ষে অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী মঙ্গলবার বিকালে গদাইপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় অংশগ্রহণ করে চাঁদখালী ইউনিয়ন পরিষদ একাদশ ও কপিলমুনি ইউনিয়ন পরিষদ একাদশ। খেলায় নির্ধারিত সময়ে উভয় দল গোল করতে না পারায় পরবর্তীতে ট্রাইবেকারে চাঁদখালী ইউনিয়ন পরিষদ একাদশ ৫-৪ গোলে কপিলমুনি ইউনিয়ন পরিষদকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি ডাঃ আব্দুল মজিদ, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক তুষার কান্তি মন্ডল, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ একরামুল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, উপজেলা হিসাব রক্ষণ অফিসার মো: আবুল বাসার, পল্লী বিদ্যুতের ডিজিএম সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির আহবায়ক সেলিম রেজা লাকী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্ল্যাহ সরদার, ইউনুচ আলী, শেখ খোরশেদুজামান, প্যানেল চেয়ারম্যান ফাতিমা তুজ জোহুরা রুপা,ইউপি সদস্য আনিছুর রহমান সানা, আনিন উদ্দীন,মতলেব মালী, আনিছুর রহমান বিশ্বাস, এস্নোয়ারা বেগম, জুলেখা খাতুন, সিএ মো: আব্দুল বারী, ইউপি প্রশাসনিক কর্মকর্তা জিএম আব্বাস উদ্দীন, জামিলুর রহমান রানা সহ উপজেলাধীন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী এবং খেলোয়াড়বৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও ক্রীড়ামোদী দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।
বাখ//এস