০৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শাহজাদপুরে খাদেমুল ইসলাম হাফিজিয়া ও নূরানীয়া মাদ্রাসার শিক্ষার্থীদের হস্তলিপি প্রদর্শন

শাহজাদপুরে এতিহ্যবাহী খাদেমুল ইসলাম হাফিজিয়া ও নুরানীয়া মাদ্রাসার শিক্ষার্থীদের হস্তলিপি প্রদর্শন করা হয়েছে। গত সোমবার বিকেলে শাহজাদপুর সরকারি কলেজ মাঠ চত্বরে উন্মুক্ত স্থানে হস্তলিপি প্রদর্শন করা হয়।
ব্যাতক্রমী এ হস্তলিপি প্রদর্শন চলাকালে বক্তব্য রাখেন অধ্যক্ষ হাফেজ মাওলানা মুফতি মোঃ সাইদুল ইসলাম। তিনি বলেন, কোরআনী শিক্ষাই জাতির মেরুদন্ড। আমাদের মাদ্রাসায় আধুনিক শিক্ষার সমন্বয়ে আরবী, বাংলা ও ইংরেজি পড়ালেখার উপর বিশেষ গুরুত্ব দেয়া হয়।
এ ছাড়া নুরানী বিভাগ, নাজেরা বিভাগ, হেফজ বিভাগ ও হেফজ শুনানী বিভাগ রয়েছে। এজন্য আমাদের মাদ্রসায় উপজেলার মধ্যে রয়েছে বিশাল সুনাম।
বাখ//এস