১০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
হোসেনপুরে ইশা ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা

কিশোরগঞ্জের হোসেনপুরের মেসার্স ইশা ফিলিং স্টেশনকে মাপে কম দেওয়ায় জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৪ জানুয়ারি) উপজেলার হোসেনপুর-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে মেসার্স ইশা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ধারা ২৯ দন্ড ৪৬ (গ) মোতাবেক মাপে কম দেয়ার প্রমান পেয়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পরে ম্যানেজার স্বপন মিয়া (৩৫) জরিমানা পরিশোধ করেছেন। আদালত পরিচালনা করেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা। এ সময় বিএসটিআই নরসিংদী এর আঞ্চলিক অফিসের পরিদর্শক মেট্রোলজি শেখ রাসেল উপস্তিত ছিলেন।
বাখ//এস