১০:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

কলাপাড়ায় সংরক্ষিত কুটার কুড়ে শত্রুতা মূলক আগুন

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় দুই কৃষকের সংরক্ষিত কুটার কুড়ে শত্রুতামূলক আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। মংগলবার সন্ধ্যার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের চাঁদপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ কৃষকরা হলো বিষ্ণু খরাতী এবং দেবরঞ্জন খরাতী। এ দুই কৃষকের পাঁচটি কুটার কুড়ে আগুন দেয়া হয়। এ কুটা বর্ষা মৌসুমে তারা গো-খাদ্যের জন্য সংরক্ষন করেছিল।  এতে আর্থিক অনেক ক্ষতি না হলেও গো-খাদ্য সংকট দেখা দিবে।
এ ব্যাপারে চাঁদপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক রাধেশ্যাম হাওলাদার জানান, কৃষকের গৃহস্থলীতে খড়-কুটা একটি গুরুত্ব বিষয়। যারা এমন নিষ্ঠুর ঘটনাটি ঘটিয়েছে এরা পশুর সাথে অমানবিক আচরন করেছে।
বিষ্ণু খরাতি জানান, গো -পালন এখন অসম্ভব হয়ে পড়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে অনেক সময় খাল-বিল পানিতে পানিতে প্লাবিত হয়। এসময় মাঠে-ঘাটে ঘাস ডুবে থাকে।  তখন খর-কুটা গো-খাদ্যের একমাত্র সম্বল বলে তিনি উল্লেখ করেন।
বাখ//এস

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৩:৫৮:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
৯১ জন দেখেছেন

কলাপাড়ায় সংরক্ষিত কুটার কুড়ে শত্রুতা মূলক আগুন

আপডেট : ০৩:৫৮:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
পটুয়াখালীর কলাপাড়ায় দুই কৃষকের সংরক্ষিত কুটার কুড়ে শত্রুতামূলক আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। মংগলবার সন্ধ্যার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের চাঁদপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ কৃষকরা হলো বিষ্ণু খরাতী এবং দেবরঞ্জন খরাতী। এ দুই কৃষকের পাঁচটি কুটার কুড়ে আগুন দেয়া হয়। এ কুটা বর্ষা মৌসুমে তারা গো-খাদ্যের জন্য সংরক্ষন করেছিল।  এতে আর্থিক অনেক ক্ষতি না হলেও গো-খাদ্য সংকট দেখা দিবে।
এ ব্যাপারে চাঁদপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক রাধেশ্যাম হাওলাদার জানান, কৃষকের গৃহস্থলীতে খড়-কুটা একটি গুরুত্ব বিষয়। যারা এমন নিষ্ঠুর ঘটনাটি ঘটিয়েছে এরা পশুর সাথে অমানবিক আচরন করেছে।
বিষ্ণু খরাতি জানান, গো -পালন এখন অসম্ভব হয়ে পড়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে অনেক সময় খাল-বিল পানিতে পানিতে প্লাবিত হয়। এসময় মাঠে-ঘাটে ঘাস ডুবে থাকে।  তখন খর-কুটা গো-খাদ্যের একমাত্র সম্বল বলে তিনি উল্লেখ করেন।
বাখ//এস