০৫:২৯ পূর্বাহ্ন, রোববার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

কসবায় পাওনা টাকা নিয়ে কথাকাটাকাটির জেরে যুবক খুন

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির জেরে ইসরাফিল মিয়া (২০) নামের এক যুবক খুন হয়েছে। গত মঙ্গলবার সন্ধায় উপজেলার মেহারী ইউনিয়নের খেওড়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটেছে। পুলিশ নিহতের লাশ আজ বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

নিহত ইসলাফিল কসবা উপজেলার মেহারী ইউনিয়নের খেওড়া গ্রামের মিন্টু মিয়ার ছেলে। পেশায় একজন অটোরিক্সা চালক।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, ইসরাফিল মিয়া ও একই গ্রামের মজনু মিয়ার ছেলে বাবু মিয়ার মামাত ভাই। দুইজন মিলে মেলায় একটি রিং খেলার দোকান চালিয়েছে। সেখানে বাবু মিয়ার কাছে ইসরাফিল ৫০০ টাকা পাওনা ছিল। ওই টাকা চাওয়ায় গত মঙ্গলবার সন্ধায় তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে সন্ধা সাড়ে সাতটার দিকে ইসরাফিল ও তার বাবা বাবুদের বাড়িতে গিয়ে বিষয়টি মিমাংশার চেষ্টা করেন। কিন্তু কথা কাটাকাটির তীব্র হওয় উঠলে বাবু মিয়া লাঠি দিয়ে ইসরাফিলের বুকে মাথায় আঘাত করেন।

গুরুতর আহত অবস্থায় ইসরাফিলকে তার বাবা ও স্থানীয় লোকজন কসবা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কসবা থানার পুলিশ হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে কসবা থানায় নিয়ে এসে। পরে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠিয়েছেন।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের বলেন, তারা মামাত-ফুফাত ভাই। পাওনা ৫শ টাকা ফেরৎ চাওয়ায় কথা কাটা-কাটির এক পর্যায়ে লাঠি দিয়ে আঘাত করে খুন করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

 

বাখ//আর

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৬:১০:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
৯২ জন দেখেছেন

কসবায় পাওনা টাকা নিয়ে কথাকাটাকাটির জেরে যুবক খুন

আপডেট : ০৬:১০:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির জেরে ইসরাফিল মিয়া (২০) নামের এক যুবক খুন হয়েছে। গত মঙ্গলবার সন্ধায় উপজেলার মেহারী ইউনিয়নের খেওড়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটেছে। পুলিশ নিহতের লাশ আজ বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

নিহত ইসলাফিল কসবা উপজেলার মেহারী ইউনিয়নের খেওড়া গ্রামের মিন্টু মিয়ার ছেলে। পেশায় একজন অটোরিক্সা চালক।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, ইসরাফিল মিয়া ও একই গ্রামের মজনু মিয়ার ছেলে বাবু মিয়ার মামাত ভাই। দুইজন মিলে মেলায় একটি রিং খেলার দোকান চালিয়েছে। সেখানে বাবু মিয়ার কাছে ইসরাফিল ৫০০ টাকা পাওনা ছিল। ওই টাকা চাওয়ায় গত মঙ্গলবার সন্ধায় তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে সন্ধা সাড়ে সাতটার দিকে ইসরাফিল ও তার বাবা বাবুদের বাড়িতে গিয়ে বিষয়টি মিমাংশার চেষ্টা করেন। কিন্তু কথা কাটাকাটির তীব্র হওয় উঠলে বাবু মিয়া লাঠি দিয়ে ইসরাফিলের বুকে মাথায় আঘাত করেন।

গুরুতর আহত অবস্থায় ইসরাফিলকে তার বাবা ও স্থানীয় লোকজন কসবা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কসবা থানার পুলিশ হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে কসবা থানায় নিয়ে এসে। পরে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠিয়েছেন।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের বলেন, তারা মামাত-ফুফাত ভাই। পাওনা ৫শ টাকা ফেরৎ চাওয়ায় কথা কাটা-কাটির এক পর্যায়ে লাঠি দিয়ে আঘাত করে খুন করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

 

বাখ//আর