০৪:১৫ পূর্বাহ্ন, রোববার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
কামারখন্দে পৌষ উৎসব অনুষ্ঠিত হয়েছে

সিরাজগঞ্জের কামারখন্দে উৎসবমুখর পরিবেশে পৌষ উৎসব অনুষ্ঠিত হয়েছে। বাঙালি জাতির একটি ঐতিহ্যবাহী দিন। বাংলা মাস অনুযায়ী পৌষ মাসের শেষ দিনটিতে এই উৎসবের আয়োজন করা হয়। যে কোন উৎসবের সঙ্গেই জড়িয়ে থাকে মানুষের মিলন মেলা। এরই ধারাবাহিকতায় প্রায় দীর্ঘ ১৭ বছর পর উপজেলার কোনাবাড়ী যুব সমাজের ব্যানারে পৌষ উৎসব উদযাপন করেছে উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
মঙ্গলবার (১৪ জানুয়ারী) দুপুর আড়াইটায় কোনাবাড়ী শহীদুল বুলবুল ডিগ্রি কলেজ মাঠে এই উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসবে প্রায় শতাধিক নেতাকর্মী ও গ্রামের সাধারণ মানুষ অংশ নেন। উৎসবের অংশ হিসেবে খাবারের জন্য মাঠের একপাশে রান্না করা হয় ভাত, ডাল, ডিম ও সবজি।
বিএনপির নেতাকর্মীরা জানান, পৌষ মাস বাংলার ঐতিহ্যবাহী উৎসবের সময়। নতুন ধানের ঘ্রাণে গ্রামবাংলা মেতে ওঠে। আগে বাংলার ঘরে ঘরে এই সময় উৎসবের আয়োজন করা হতো। তবে আওয়ামী লীগের শাসনামলে এই উৎসবের আমেজ হারিয়ে গিয়েছিল।
পট পরিবর্তনের পর এবার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বিএনপি নতুন উদ্যমে পৌষ উৎসব উদযাপন করেছে। নেতারা আরও বলেন, গ্রামীণ ঐতিহ্যকে ফিরিয়ে আনতেই এই আয়োজন। বাংলার প্রকৃতিকে রঙিন করে তোলার এই উৎসব আমরা আরও বড় পরিসরে করতে চাই।”
এ পৌষ উৎসবে প্রধান মেহমান ছিলেন,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস, বিশেষ অতিথি ছিলেন,উপজেলা বিএনপির সভাপতি মো. বদিউজ্জামান ফেরদৌস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাতে রাব্বী উথান প্রমুখ।
বাখ//আর