তিন তলা থেকে নিচে নেমে পঙ্গু লোকের শুনানি করলেন ভোলা জেলা প্রশাসক আজাদ জাহান

তিন তলা থেকে নিচে নেমে পঙ্গু লোকের অভিযোগ শুনে তার শুনানি করলেন ভোলা জেলা প্রশাসক আজাদ জাহান। বুধবার ১৫ জানুয়ারি ২০২৫ ভোলা জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান এর গণশুনানির দিন। তার কার্যালয়ে বসে ভোলার সাধারণ মানুষের নানান সমস্যার কথা শুনেন ও সমাধান করার চেষ্টা করেন।
তেমনি জরুরী প্রয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে যায় এক সাংবাদিক তার প্রয়োজনে। এমনি সময় তার ক্যমেরায় ক্লিকে একটি ছবি তোলে তাতে যা যানা গেল তা হল, জেলা প্রশাসক জনাব আজাদ জাহান একটি অটোরিকশার পাশে দাঁড়িয়ে একজন পঙ্গু লোকের সাথে কথা বলছেন। পরে জানা গেছে একজন পঙ্গু অটোচালক জেলা প্রশাসককে অভিযোগ জানাতে নিচ তলায় বসে ফোন দিয়েছে। সে উপরে উঠার ক্ষমতা নাই এই কথা শুনে জেলা প্রশাসক নিজেই ৩ তলায় তার কার্যালয় থেকে তার কথা শুনতে নিচে চলে আসছেন।
তার কথা সে মন দিয়ে শুনে তার অভিযোগের শুনানী করে সঠিক বিষয় যাচাই বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বস্ত করেছেন সঠিক বিচার সে পাবে। এরকম অনেকেই বলতে শুনেছি তার কাছে গিয়ে তার সাথে সাক্ষাৎ করতে কোন প্রটোকল তেমন প্রয়োজন হয় না। অনেক সময় রাস্তায়ও দাড়িয়ে মানুষের সাথে কথা বলেন ও সমস্যার সমাধান করার চেস্টা করেন।
জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান ইনকিলাবকে বলেন পঙ্গু হয়েছে সে জন্য সে অধিকার থেকে বঞ্চিত হবে কেন? আমার কাজতো মানুষের জন্য কাজ করা। সে উপরে উঠতে পারবে না তাই আমি নিচে গিয়ে তার জন্য কিছু করতে পেরে আল্লাহর নিকট শোকরিয়া আদায় করছি আমাকে তো সুস্থ রেখে দ্বায়িত্ব পালনের সুযোগ দিয়েছেন মহান আল্লাহ।
শুধু তাই নয় আজ আরেকটি শুনানি করে তিন সন্তানের পিতা মাতার দীর্ঘ দিনের সমস্যা সংসার ভেঙ্গে যাওয়ার পথে। তাদের উভয়ের মাঝে আলোচনা করে সমাধান করে দিয়েছি। জেলা প্রশাসকের নিরহংকার মানসিকতা ও মানবিক কাজের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ভোলাবাসী। তাকে ভোলাবাসী অনেক দিন মনে রাখবেন।মানুষ তার কর্মের মাঝেই বেচে থাকে। তেমনি জেলা প্রশাসক জনাব মোঃ আজাদ জাহান মহোদয়ও হয়তো তার কর্মের মাজেই বেচে থাকতে চান। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সামছুজ্জামান।
বাখ//এস