০৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোলে বিএনপি নেতা আলীমের লাশ ২ বছর পর উত্তোলন

শাহিনুর রহমান, শার্শা উপজেলা প্রতিনিধি

যশোরের বেনাপোলে আ’লীগ নেতাকর্মীদের হাতে হত্যার শিকার বিএনপি নেতা আলিমের মরদেহ ময়না তদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে।
সে সময় আ’লীগ নেতাকর্মীদের হুমকির কারনে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছিল।

বেনাপোল পোর্টথানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া সাংবাদিকদের বলেন, আদালতের নির্দেশে বুধবার দুপুর ২টায় বেনাপোল কেন্দ্রীয় জামে মসজিদ কবর স্থান থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং পুলিশ সদস্যদের উপস্থিতিতে আব্দুল আলিমের (৫০ ) লাশ কবর থেকে উত্তোলন করা হয়।

নিহতের স্বজনরা জানান, ২০২২ সালের ১৮ আগস্ট বেনাপোল পৌর বিএনপি আয়োজিত সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতায় দোয়া মাহফিল অনুষ্ঠানে ছাত্রলীগ হামলা চালায়। এতে আলিম, রিন্টু, আলিম, মুছাসহ সাত বিএনপি নেতাকর্মী গুরুতর আহত হন। আহতদের প্রথমে যশোর সদর হাসপাতালে পরবর্তীতে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এদের মধ্যে গুরুতর জখম আলিম চিকিৎসাধীন অবস্থায় ১৫ সেপ্টেম্বর তিনি মারা যান। তবে তৎকালিন ক্ষমতাসীনদের হুমকিতে ময়না তদন্ত ছাড়ায় দাপন করা হয়েছিল। মামলা ও করতে পারেনি।

পরবর্তীতে গেল জুলাই-আগস্ট আন্দোলনে আ’লীগ সরকার দেশ ছাড়লে মামলার সুযোগ পায় পরিবার। গত ১৮ নভেম্বর আলিমের স্ত্রী হাছিনা খাতুন বাদী হয়ে বেনাপোল পোর্টথানায় ৬৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এতে আদালত ময়না তদন্তের জন্য মরদেহ উত্তলনের নির্দেশ দেন।

বাখ//আর

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৪:৪৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
১২৪ জন দেখেছেন

বেনাপোলে বিএনপি নেতা আলীমের লাশ ২ বছর পর উত্তোলন

আপডেট : ০৪:৪৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

যশোরের বেনাপোলে আ’লীগ নেতাকর্মীদের হাতে হত্যার শিকার বিএনপি নেতা আলিমের মরদেহ ময়না তদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে।
সে সময় আ’লীগ নেতাকর্মীদের হুমকির কারনে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছিল।

বেনাপোল পোর্টথানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া সাংবাদিকদের বলেন, আদালতের নির্দেশে বুধবার দুপুর ২টায় বেনাপোল কেন্দ্রীয় জামে মসজিদ কবর স্থান থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং পুলিশ সদস্যদের উপস্থিতিতে আব্দুল আলিমের (৫০ ) লাশ কবর থেকে উত্তোলন করা হয়।

নিহতের স্বজনরা জানান, ২০২২ সালের ১৮ আগস্ট বেনাপোল পৌর বিএনপি আয়োজিত সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতায় দোয়া মাহফিল অনুষ্ঠানে ছাত্রলীগ হামলা চালায়। এতে আলিম, রিন্টু, আলিম, মুছাসহ সাত বিএনপি নেতাকর্মী গুরুতর আহত হন। আহতদের প্রথমে যশোর সদর হাসপাতালে পরবর্তীতে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এদের মধ্যে গুরুতর জখম আলিম চিকিৎসাধীন অবস্থায় ১৫ সেপ্টেম্বর তিনি মারা যান। তবে তৎকালিন ক্ষমতাসীনদের হুমকিতে ময়না তদন্ত ছাড়ায় দাপন করা হয়েছিল। মামলা ও করতে পারেনি।

পরবর্তীতে গেল জুলাই-আগস্ট আন্দোলনে আ’লীগ সরকার দেশ ছাড়লে মামলার সুযোগ পায় পরিবার। গত ১৮ নভেম্বর আলিমের স্ত্রী হাছিনা খাতুন বাদী হয়ে বেনাপোল পোর্টথানায় ৬৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এতে আদালত ময়না তদন্তের জন্য মরদেহ উত্তলনের নির্দেশ দেন।

বাখ//আর