০২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
অবশেষে পুলিশের খাঁচায় ধর্ষক

দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে পুলিশের খাঁচায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার আসামি মজিদ মিয়া (৪০)। সুনামগঞ্জের দিরাই থানা পুলিশের অভিযানে নারায়নগঞ্জের সোনারগাঁও থানাধীন কাঁচপুর (বিসিক) এলাকা থেকে গ্রেফতার হন তিনি। দিরাই উপজেলার সিংহনাথ পটলপাড়া গ্রামের বাসিন্দা হলেন ধর্ষণ মামলায় এজাহার নামীয় আসামি।
সুনামগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, দিরাই থানার এসআই মো. আব্দুল্লাহ সঙ্গীয় ফোর্সসহ ১৪ জানুয়ারি রাতে নারায়ণগঞ্জে কাঁচপুর (বিসিক) এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করেন। আজ বুধবার (১৫ জানুয়ারি) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রসঙ্গত, গেল ৪ নভেম্বর রাতে অভিযুক্ত মজিদ মিয়া তার পাশের বাড়ির এক কিশোরীর (১৫) ঘরের পেছনের দরজার টিন কেটে ভেতরে প্রবেশ করেন। ঘুমন্ত অবস্থায় ভিকটিমের মুখ ও হাত ওড়না দিয়ে বেঁধে ভয়ভীতি দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরবর্তীতে তার মামাতো বোনের সহায়তায় মুক্ত হয়ে ভিকটিম পরিবারকে বিষয়টি জানায়।
ঘটনার পর ভিকটিমের পিতা আজির উদ্দিন বাদি হয়ে দিরাই থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজুর পর থেকে অভিযুক্তকে গ্রেফতারে বিভিন্ন স্থানে একাধিক অভিযান চালায় পুলিশ। অবশেষে নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় অভিযান চালিয়ে মজিদ মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।
বাখ//আর