কটিয়াদীতে অবৈধভাবে মাটিকাটার অভিযোগে ভেকু জব্দ

কটিয়াদীতে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভেকু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকালে উপজেলার আচমিতা ইউনিয়নের ভিটাদিয়া গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা।
জানা যায়, অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কাটার অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। ঘটনাস্থলে কাউকে না পেয়ে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু জব্দ করা হয়েছে। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হয়।
অভিযান পরিচালনা করার সময় উপস্থিতি ছিলেন আচমিতা ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী কামরুল ইসলাম ও কটিয়াদী মডেল থানার একটি পুলিশ টিম।
উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা জানান, রাতের বেলায় অবৈধভাবে মাটি কাটা অভিযোগে একটি ভেকু জব্দ করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
বাখ//আর