০২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

জনগণের সেবক হয়ে কাজ করতে চাই – ফখরুল ইসলাম সিআইপি

মীরসরাই প্রতিনিধি
জনগণের সেবক হয়ে কাজ করতে চাই উল্লেখ করে ফখরুল ইসলাম খান সিআইপি বলেছেন, আমি মানবতার জন্য কাজ করছি, সমাজসেবা করছি, আমি কোনো দলের নই, আমি সবার। আমি সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সব সময় প্রতিবাদ করে আসছি এবং ভবিষ্যতেও প্রতিবাদ করে যাবো।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে খান কল্যাণ ট্রাস্টের উদ্দ্যেগে বারইয়ারহাট পৌরসভার ৫ শতাধিক মাদরাসা শিক্ষার্থীর মাঝে কম্বল ও নগদ অর্থ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও প্রেসক্লাবের সভাপতি সাধারণ সম্পাদককে সম্মাননা ক্রেস্ট প্রদানকালে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, আমি দীর্ঘদিন ধরে মীরসরাইয়ে মসজিদ মাদ্রাসা দুস্থ মানুষের জন্য ব্যক্তিগত তহবিল থেকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছি। আমার বাবাও জীবদ্দশায় এসব কাজ করে গেছেন। আমিও অন্যায়ের বিপক্ষে আজীবন সংগ্রাম করে যাবে। আমার কোন রাজনৈতিক উচ্চাভিলাষ নেই। কখনো আমি এমপি হবোনা। রাজনীতি ও করবোনা রাজনীতি করার ইচ্ছে ও নেই। কারো ভয়ের কারণ নেই।
এ সময় ট্রাস্টের ব্যবস্থাপক দীন মোহাম্মদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন, মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন। এই সময় আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) প্রশান্ত চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী রনি সাহা, কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, সমাজসেবা কর্মকর্তা সাবরিনা আক্তার লিনা, ড. কামাল উদ্দিন, মীরসরাই থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান, জোরারগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম ও খান কল্যাণ ট্রাস্টের কর্মকর্তা জিয়া উদ্দিন বাবলু, জিয়াউর রহমান, আলী আমিন প্রমুখ।
অনুষ্ঠানে খান কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে স্ব স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সরকারি কর্মকর্তা, প্রেস ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক ও বিভিন্ন সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বাখ//এস

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৯:৩৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
১১৫ জন দেখেছেন

জনগণের সেবক হয়ে কাজ করতে চাই – ফখরুল ইসলাম সিআইপি

আপডেট : ০৯:৩৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
জনগণের সেবক হয়ে কাজ করতে চাই উল্লেখ করে ফখরুল ইসলাম খান সিআইপি বলেছেন, আমি মানবতার জন্য কাজ করছি, সমাজসেবা করছি, আমি কোনো দলের নই, আমি সবার। আমি সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সব সময় প্রতিবাদ করে আসছি এবং ভবিষ্যতেও প্রতিবাদ করে যাবো।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে খান কল্যাণ ট্রাস্টের উদ্দ্যেগে বারইয়ারহাট পৌরসভার ৫ শতাধিক মাদরাসা শিক্ষার্থীর মাঝে কম্বল ও নগদ অর্থ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও প্রেসক্লাবের সভাপতি সাধারণ সম্পাদককে সম্মাননা ক্রেস্ট প্রদানকালে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, আমি দীর্ঘদিন ধরে মীরসরাইয়ে মসজিদ মাদ্রাসা দুস্থ মানুষের জন্য ব্যক্তিগত তহবিল থেকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছি। আমার বাবাও জীবদ্দশায় এসব কাজ করে গেছেন। আমিও অন্যায়ের বিপক্ষে আজীবন সংগ্রাম করে যাবে। আমার কোন রাজনৈতিক উচ্চাভিলাষ নেই। কখনো আমি এমপি হবোনা। রাজনীতি ও করবোনা রাজনীতি করার ইচ্ছে ও নেই। কারো ভয়ের কারণ নেই।
এ সময় ট্রাস্টের ব্যবস্থাপক দীন মোহাম্মদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন, মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন। এই সময় আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) প্রশান্ত চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী রনি সাহা, কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, সমাজসেবা কর্মকর্তা সাবরিনা আক্তার লিনা, ড. কামাল উদ্দিন, মীরসরাই থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান, জোরারগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম ও খান কল্যাণ ট্রাস্টের কর্মকর্তা জিয়া উদ্দিন বাবলু, জিয়াউর রহমান, আলী আমিন প্রমুখ।
অনুষ্ঠানে খান কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে স্ব স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সরকারি কর্মকর্তা, প্রেস ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক ও বিভিন্ন সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বাখ//এস