০৪:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

‘নির্বাচিত সরকার ছাড়া গণতান্ত্রিক দেশ গড়া সম্ভব নয়’

অনলাইন ডেস্ক

নির্বাচিত সরকার ছাড়া ছাত্র জনতার আকাঙ্খিত নতুন মানবিক ও গণতান্ত্রিক দেশ গড়ে তোলা সম্ভব নয় বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তাই অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাজধানীর মধ্যবাড্ডায় ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত ছাত্র জনতার আন্দোলনে নিহত ও আহত পরিবারের সদস্যদের সহায়তা প্রদান অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

এসময় রিজভী বলেন, স্বৈরাচার হাসিনা সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিলো। দেশের মানুষ এখন সে অধিকার ফিরে পাবার জন্য উন্মুখ হয়ে আছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, দেশ বিক্রি করে শেখ হাসিনা তার সন্তান, ভাগ্নিদের জন্য বেহেস্ত তৈরি করেছেন।

রুহুল কবির রিজভী দাবি করেন, সব ধরনের অপতৎপরতা রুখতে দ্রুত রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

সম্প্রতি বর্ডারে কাঁটাতারের বেড়া দেওয়ার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির এই সিনিয়র নেতা। ভারত কোনোভাবেই শেখ হাসিনার পতন কামনা করেনি বলে যে কোনো বিষয়ে তাড়াহুড়া করছে দেশটি।

শেখ হাসিনাকে চোর দাবি করে রিজভী বলেন, ‘সায়মা ওয়াজেদ পুতুলের নামে পূর্বাচলে ৬০ কাটা জমি নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী।’

আমরা বিএনপি পরিবারের উদ্যোগে ২৪ এর আন্দোলনে বাড্ডা রামপুরা থানায় নিহত পরিবারের হাতে আর্থিক সহায়তা ও একজন আহতকে হুইল চেয়ার প্রদান করা হয়।

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৪:১৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
১১৯ জন দেখেছেন

‘নির্বাচিত সরকার ছাড়া গণতান্ত্রিক দেশ গড়া সম্ভব নয়’

আপডেট : ০৪:১৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

নির্বাচিত সরকার ছাড়া ছাত্র জনতার আকাঙ্খিত নতুন মানবিক ও গণতান্ত্রিক দেশ গড়ে তোলা সম্ভব নয় বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তাই অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাজধানীর মধ্যবাড্ডায় ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত ছাত্র জনতার আন্দোলনে নিহত ও আহত পরিবারের সদস্যদের সহায়তা প্রদান অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

এসময় রিজভী বলেন, স্বৈরাচার হাসিনা সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিলো। দেশের মানুষ এখন সে অধিকার ফিরে পাবার জন্য উন্মুখ হয়ে আছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, দেশ বিক্রি করে শেখ হাসিনা তার সন্তান, ভাগ্নিদের জন্য বেহেস্ত তৈরি করেছেন।

রুহুল কবির রিজভী দাবি করেন, সব ধরনের অপতৎপরতা রুখতে দ্রুত রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

সম্প্রতি বর্ডারে কাঁটাতারের বেড়া দেওয়ার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির এই সিনিয়র নেতা। ভারত কোনোভাবেই শেখ হাসিনার পতন কামনা করেনি বলে যে কোনো বিষয়ে তাড়াহুড়া করছে দেশটি।

শেখ হাসিনাকে চোর দাবি করে রিজভী বলেন, ‘সায়মা ওয়াজেদ পুতুলের নামে পূর্বাচলে ৬০ কাটা জমি নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী।’

আমরা বিএনপি পরিবারের উদ্যোগে ২৪ এর আন্দোলনে বাড্ডা রামপুরা থানায় নিহত পরিবারের হাতে আর্থিক সহায়তা ও একজন আহতকে হুইল চেয়ার প্রদান করা হয়।