০৩:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
পাইকগাছায় তারুণ্যের উৎসব ফুটবলে চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা

সম্প্রতি খুলনা জেলার পাইকগাছা উপজেলায় তারুণ্যের উৎসব উপলক্ষে অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্টিত এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় চাঁদখালী ইউনিয়ন পরিষদ একাদশ।
এরই ধারাবাহিকতায় উপজেলার চাঁদখালী ইউনিয়ন পরিষদের উদ্যোগে চ্যাম্পিয়ন দলের কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় চাঁদখালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে তাদের সংবর্ধনা দেয়া হয়। শুরুতে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়, টিম ম্যানেজার ও কোচ কে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় চ্যাম্পিয়ন দলের সাফল্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চাঁদখালী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্ল্যাহ সরদার। ইউপি সদস্য হেলাল উদ্দীনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন প্যানেল চেয়ারম্যান ফাতিমা তুজ জোহুরা রুপা,ইউপি সদস্য আনিছুর রহমান সানা,জি এম আমিন উদ্দীন, মতলেব মালী,জুলফিকার আলী, আনিছুর রহমান বিশ্বাস, এস্নোয়ারা বেগম,জুলেখা খাতুন, চাঁদখালী ইউপির প্রশাসনিক কর্মকর্তা ও টিম ম্যানেজার জিএম আব্বাস উদ্দীন, সহকারি হিসাব রক্ষক মিঠুন চক্রবর্তী, কোচ খোরশেদ আলম ও গ্রাম পুলিশবৃন্দ সহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ।
সভা শেষে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। উল্লেখ্য, গত ১৪ জানুয়ারির পাইকগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব উপলক্ষে অনুষ্টিত অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ট্রাইবেকারে চাঁদখালী ইউনিয়ন পরিষদ একাদশ ৫-৪ গোলে কপিলমুনি ইউনিয়ন পরিষদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
বাখ//এস