বাউফলে দুই দিনের ব্যবধানে আরও এক ব্যক্তির লাশ উদ্ধার

বাউফলে দুই দিনের ব্যবধানে খাল থেকে ভাসমান আরও এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজলোর কনকদিয়া ইউনিয়নের কুম্ভুখালী গ্রামের হোগলা খাল থেকে পুলিশ ওই লাশ উদ্ধার করে।
বাউফল থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে স্থানীয়রা খালে একটি লাশ ভাসতে দেখে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। লাশ সুরতহাল করতে গিয়ে পুলিশ ওই লাশের পড়নে থাকা প্যান্টের পকেটে একটি জাতীয় পরিচয়পত্র ও ট্রাক পরিবহণ শ্রমিকের পরিচয়পত্র পাওয়া যায়। ওই পরিচয় পত্রের তথ্য মতে, তার নাম মো. আবদুল্লাহ রবি (৫৮)। তার বাবার নাম মো. বকস শেখ। তার বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলা ইটালী গ্রাম। তিনি পেশায় একজন ট্রাক শ্রমিক। এই সূত্র ধরে লাশের পরিচয় শনাক্ত করতে কাজ করছেন পুলিশ। লাশের গায়ের
স্থানীয়রা জানান, বুধবার রাতে একটি ট্রাক পণ্য নিয়ে কুম্ভুখালী গ্রামে আসে। তখন আবদুল্লাহ ওই ট্রাকে সহকারী হিসেবে ছিলেন। ট্রাকটি পণ্য খালাস করে যাওয়ার পথে আয়লা বাজারে বিদ্যুতের সংযোগ লাইনে পৃষ্ট হয়ে ট্রাক থেকে নিচে পড়ে যান। পরে ট্রাকে থাকা চালক সহ অন্যরা তাকে ট্রাকে তুলে চলে যান। ধরনা করা হচ্ছে আবদুল্লাহ ট্রাকে মারা যায়। তখন ট্রাকে থাকা অন্যরা জামেলা এড়াতে লাশ কুম্ভুখালী খালে ফেলে চলে যান।
মো. আনোয়ার নামে আয়লা গ্রামের এক বাসিন্দা জানান, একটি ট্রাক আয়লা বাজার দিয়ে যাওয়ার সময় ট্রাকের ওপরে থাকা এক ব্যক্তি বিদ্যুৎ সংযোগ লাইনে স্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। পরে ট্রাকের চালক সহ অন্যারা তাকে উদ্ধার করে ট্রাকে তুলে নিয়ে যান। এসময় বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার ব্যক্তির পোড়া শার্ট ওখানেই পড়ে থাকে।
এবিষয়ে বাউফল থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. কামাল হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালীর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের পকেটে যে সব কাগজপত্র পাওয়া গেছে, তার সূত্র ধরে পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।
এর আগে মঙ্গলবার সকালে একই উপজেলায় ধুলিয়া ইউনিয়নের মঠবাড়িয়া এলাকায় তেঁতুলিয়া নদী থেকে শ্যামল চন্দ্র দে (৫৫) ব্যক্তির লাশ উদ্ধার উদ্ধার করে কালাইয়া নৌ পুলিশ। তা বাড়ি বরিশাল সদরের কাউনিয়া এলাকায়। ওই এলাকার জীবন চন্দ্র দের ছেলে তিনি। ওই লাশের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের সূত্রে ধরে তার পরিচয় নিশ্চত করে পুলিশ। পরে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।
বাখ//এস