তাড়াশে কৃষক দলের সভাপতি হলেন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন-সম্পাদক

সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি গোপাল চন্দ্রের বিরুদ্ধে ৮ ইউনিয়নের অনৈতিক সুবিধা নিয়ে কমিটি গঠনের অভিযোগ উঠেছে। এছাড়া মোটা অংকের টাকার বিনিময়ে ইউনিয়ন কমিটিগুলোতে আওয়ামী লীগের নেতাকর্মীদেন পদ দেওয়া হয়েছে।
এ বিষয়ে বিএনপি দলীয় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয় এবং দেশিগ্রাম ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা গত শনিবার দুপুরে তাড়াশ প্রেসক্লাব চত্বরে কৃষক দলের ইউনিয়ন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন।
এদিকে বৃহস্পতিবার বিকালে তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি স.ম আফছার আলী ও সাধারণ সম্পাদক এ টি এম আমিনুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তিন সদস্য বিশিষ্টি তদন্ত কমিটি গঠন করেছেন।
তদন্ত কমিটিতে তাড়াশ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. দুলাল হোসেন আহবায়ক ও সাংগঠনিক সম্পাদক মো. সাইদুর রহমান সবুজ এবং প্রবাসী কল্যাণ সম্পাদক মো. আব্দুল মালেককে। সদস্য করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী সাত দিনের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলা দেশিগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাছেদ আলীকে ওই ইউনিয়ন কৃষকদলের সভাপতি করা হয়েছে। বিষয়টির প্রতিকার চেয়ে তাড়াশ এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত অভিযোগ জানিয়েছিলেন দেশিগ্রাম ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ।
বাখ//আর