০৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মাঝ আকাশে ভেঙে টুকরো মাস্কের স্টারশিপ

অনলাইন ডেস্ক

মাঝ আকাশে ভাঙল মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন মহাকাশ গবেষণাপ্রতিষ্ঠান স্পেসএক্সের স্টারশিপ রকেট। স্থানীয় সময় বৃহস্পতিবার পরীক্ষামূলকভাবে এই মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। কিন্তু উৎক্ষেপণের মাত্র আট মিনিটের মধ্যেই ভেঙে টুকরো হয়ে যায় স্টারশিপটি। তার জেরে বিরাট এলাকার বিমান পরিষেবা ব্যাহত হয়। ঘুরিয়ে দিতে হয় অন্তত ২০টি বিমান। তবে এ ব্যর্থতাকে বেশ মজার ছলেই নিয়েছেন মাস্ক।

চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্য নিয়ে ২০২৩ থেকে স্টারশিপ প্রকল্প শুরু করেছে মাস্কের সংস্থা স্পেসএক্স। এর আগে ৬টি স্টারশিপ তৈরি করে উৎক্ষেপণ করা হয়েছে। বৃহস্পতিবার ছিল স্পেসএক্সের রকেটের সপ্তম পরীক্ষা। উৎক্ষেপণের পরেই ভেঙে টুকরো টুকরো হয়ে যায় মাস্কের স্বপ্নের স্টারশিপ। মেক্সিকো উপসাগরের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে স্টারশিপের ধ্বংসাবশেষ।

স্টারশিপ ভেঙে পড়ার মুহূর্তটি ক্যামেরাবন্দি করেছে সংবাদসংস্থা রয়টার্স। সেখানে দেখা যাচ্ছে, ধোঁয়ায় ঢেকেছে গোটা আকাশ। জ্বলতে থাকা স্টারশিপের ধ্বংসাবশেষ আগুনের গোলার মতো নেমে আসছে মাটির দিকে। তার জেরে ব্যাহত হয় বিমান পরিষেবা। জানা গেছে, মায়ামি বিমানবন্দরে বেশ কয়েকটি বিমান বাতিল করা হয়। দিক পরিবর্তন করতে হয় ২০টি বিমানের। স্টারশিপের ধ্বংসাবশেষের জন্য যেন বিমানের ক্ষতি না হয়, সেজন্যই এই সিদ্ধান্ত।

স্পেসএক্সের পক্ষ থেকে বলা হয়, উৎক্ষেপণের পরে রকেটের উপরিভাগে যন্ত্রগুলো বিকল হয়ে গিয়েছিল। তার জেরেই ভেঙে পড়েছে স্টারশিপ। যদিও মজার ছলেই স্টারশিপ ভেঙে পড়ার ভিডিও শেয়ার করেছেন মাস্ক। তাঁর কথায়, ‘সাফল্য অনিশ্চিত, তবে বিনোদন নিশ্চিত।’ তবে ব্যর্থ হলেও আগামী দিনে সাফল্য মিলবে বলে আশাবাদী স্পেসএক্স।

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০২:০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
১১৫ জন দেখেছেন

মাঝ আকাশে ভেঙে টুকরো মাস্কের স্টারশিপ

আপডেট : ০২:০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

মাঝ আকাশে ভাঙল মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন মহাকাশ গবেষণাপ্রতিষ্ঠান স্পেসএক্সের স্টারশিপ রকেট। স্থানীয় সময় বৃহস্পতিবার পরীক্ষামূলকভাবে এই মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। কিন্তু উৎক্ষেপণের মাত্র আট মিনিটের মধ্যেই ভেঙে টুকরো হয়ে যায় স্টারশিপটি। তার জেরে বিরাট এলাকার বিমান পরিষেবা ব্যাহত হয়। ঘুরিয়ে দিতে হয় অন্তত ২০টি বিমান। তবে এ ব্যর্থতাকে বেশ মজার ছলেই নিয়েছেন মাস্ক।

চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্য নিয়ে ২০২৩ থেকে স্টারশিপ প্রকল্প শুরু করেছে মাস্কের সংস্থা স্পেসএক্স। এর আগে ৬টি স্টারশিপ তৈরি করে উৎক্ষেপণ করা হয়েছে। বৃহস্পতিবার ছিল স্পেসএক্সের রকেটের সপ্তম পরীক্ষা। উৎক্ষেপণের পরেই ভেঙে টুকরো টুকরো হয়ে যায় মাস্কের স্বপ্নের স্টারশিপ। মেক্সিকো উপসাগরের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে স্টারশিপের ধ্বংসাবশেষ।

স্টারশিপ ভেঙে পড়ার মুহূর্তটি ক্যামেরাবন্দি করেছে সংবাদসংস্থা রয়টার্স। সেখানে দেখা যাচ্ছে, ধোঁয়ায় ঢেকেছে গোটা আকাশ। জ্বলতে থাকা স্টারশিপের ধ্বংসাবশেষ আগুনের গোলার মতো নেমে আসছে মাটির দিকে। তার জেরে ব্যাহত হয় বিমান পরিষেবা। জানা গেছে, মায়ামি বিমানবন্দরে বেশ কয়েকটি বিমান বাতিল করা হয়। দিক পরিবর্তন করতে হয় ২০টি বিমানের। স্টারশিপের ধ্বংসাবশেষের জন্য যেন বিমানের ক্ষতি না হয়, সেজন্যই এই সিদ্ধান্ত।

স্পেসএক্সের পক্ষ থেকে বলা হয়, উৎক্ষেপণের পরে রকেটের উপরিভাগে যন্ত্রগুলো বিকল হয়ে গিয়েছিল। তার জেরেই ভেঙে পড়েছে স্টারশিপ। যদিও মজার ছলেই স্টারশিপ ভেঙে পড়ার ভিডিও শেয়ার করেছেন মাস্ক। তাঁর কথায়, ‘সাফল্য অনিশ্চিত, তবে বিনোদন নিশ্চিত।’ তবে ব্যর্থ হলেও আগামী দিনে সাফল্য মিলবে বলে আশাবাদী স্পেসএক্স।