০২:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

রিয়ালের দুর্দান্ত জয়, নিশ্চিত হলো শেষ আট

স্পোর্টস ডেস্ক

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ৫-২ গোলে হেরে শিরোপা খোয়ায় রিয়াল মাদ্রিদ। এবার কোপা দেলরের ম্যাচে খেলতে নেমেও বিপাকে পড়েছিল কার্লো আনচেলত্তির শিষ্যরা। সেলতা ভিগো রীতিমতো কাঁপিয়ে দিয়েছিল লা-লিগা চ্যাম্পিয়নদের। তবে অতিরিক্ত সময়ে তিন গোল করে শেষ পর্যন্ত জয় পেয়েছে তারা।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে কোপা দেলরের ম্যাচে সেলতা ভিগোকে ৫-২ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। বড় জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ভিনিসিয়ুস-এমবাপ্পেরা।

ম্যাচের ৩৭তম মিনিটে প্রথম গোলের দেখা পায় রিয়াল। প্রতি-আক্রমণে মাঝমাঠে বল পেয়ে ডি-বক্সে ঢুকে পড়েন কিলিয়ান এমবাপ্পে । পায়ের কারিকুরিতে সঙ্গে লেগে থাকা খেলোয়াড়কে এড়িয়ে জোরাল শটে তিনি খুঁজে নেন জাল।

এগিয়ে যাওয়ার পর আত্মবিশ্বাসী হয়ে ওঠে রিয়াল। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ায় তারা। দিয়াসের দারুণ পাস পেয়ে ৪৮তম মিনিটে জাল খুঁজে নেন ভিনিসিয়ুস জুনিয়র।

কামাভিঙ্গার করা ভুলে ৮৩তম মিনিটে ব্যবধান কমায় সেলতা ভিগো। নিজেদের ডি-বক্সের পাশে ভুল পাস দিয়ে বসেন ফরাসি মিডফিল্ডার। বল পেয়ে অরক্ষিত বাম্বাকে খুঁজে নেন পাবলো দুরান। ঠাণ্ডা মাথায় বাকিটা সারেন কোত দি ভোয়ার ফরোয়ার্ড।

যোগ করা সময়ের প্রথম মিনিটে ডি-বক্সে বাম্বাকে রিয়ালের রাউল আসেন্সিও ফাউল করায় পেনাল্টি পেয়েছিল সেলতা ভিগো। সেখান থেকে সফল স্পট কিকে সমতা ফেরান আলোনসো।

অতিরিক্ত সময়ে দুর্দান্ত শটে রিয়ালকে আরেকবার এগিয়ে নেন এন্দ্রিক। ১১২তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে তীব্র গতির শটে ব্যবধান আরও বাড়ান ভালভার্দে। ১১৯তম মিনিটে ব্যবধানে ৫-২ করে জয় নিশ্চিত করেন এন্দ্রিক।

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৩:৩৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
১২৬ জন দেখেছেন

রিয়ালের দুর্দান্ত জয়, নিশ্চিত হলো শেষ আট

আপডেট : ০৩:৩৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ৫-২ গোলে হেরে শিরোপা খোয়ায় রিয়াল মাদ্রিদ। এবার কোপা দেলরের ম্যাচে খেলতে নেমেও বিপাকে পড়েছিল কার্লো আনচেলত্তির শিষ্যরা। সেলতা ভিগো রীতিমতো কাঁপিয়ে দিয়েছিল লা-লিগা চ্যাম্পিয়নদের। তবে অতিরিক্ত সময়ে তিন গোল করে শেষ পর্যন্ত জয় পেয়েছে তারা।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে কোপা দেলরের ম্যাচে সেলতা ভিগোকে ৫-২ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। বড় জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ভিনিসিয়ুস-এমবাপ্পেরা।

ম্যাচের ৩৭তম মিনিটে প্রথম গোলের দেখা পায় রিয়াল। প্রতি-আক্রমণে মাঝমাঠে বল পেয়ে ডি-বক্সে ঢুকে পড়েন কিলিয়ান এমবাপ্পে । পায়ের কারিকুরিতে সঙ্গে লেগে থাকা খেলোয়াড়কে এড়িয়ে জোরাল শটে তিনি খুঁজে নেন জাল।

এগিয়ে যাওয়ার পর আত্মবিশ্বাসী হয়ে ওঠে রিয়াল। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ায় তারা। দিয়াসের দারুণ পাস পেয়ে ৪৮তম মিনিটে জাল খুঁজে নেন ভিনিসিয়ুস জুনিয়র।

কামাভিঙ্গার করা ভুলে ৮৩তম মিনিটে ব্যবধান কমায় সেলতা ভিগো। নিজেদের ডি-বক্সের পাশে ভুল পাস দিয়ে বসেন ফরাসি মিডফিল্ডার। বল পেয়ে অরক্ষিত বাম্বাকে খুঁজে নেন পাবলো দুরান। ঠাণ্ডা মাথায় বাকিটা সারেন কোত দি ভোয়ার ফরোয়ার্ড।

যোগ করা সময়ের প্রথম মিনিটে ডি-বক্সে বাম্বাকে রিয়ালের রাউল আসেন্সিও ফাউল করায় পেনাল্টি পেয়েছিল সেলতা ভিগো। সেখান থেকে সফল স্পট কিকে সমতা ফেরান আলোনসো।

অতিরিক্ত সময়ে দুর্দান্ত শটে রিয়ালকে আরেকবার এগিয়ে নেন এন্দ্রিক। ১১২তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে তীব্র গতির শটে ব্যবধান আরও বাড়ান ভালভার্দে। ১১৯তম মিনিটে ব্যবধানে ৫-২ করে জয় নিশ্চিত করেন এন্দ্রিক।