০৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
কলাপাড়ায় ১১ মাস ধরে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদটি শূন্য

পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদটিতে কোন কর্মকর্তা যোগদান না করায় দীর্ঘ ১১ মাস ধরে এ পদটি খালী রয়েছে। ফলে মাধ্যমিক শিক্ষাকর্মকর্তার কাজটি করতে হচ্ছে উপজেলা এ্যাকাডেমিক সুপারভাইজারকে। এতে সাময়িক ভাবে কাজ চললেও কিছু কিছু ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হচ্ছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২০২৪ সালের মার্চ মাসে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.গোলাম মোস্তফা কলাপাড়া থেকে অন্যত্র বদলি হওয়ায় পর থেকে এ পদটি প্রায় ১১ মাস ধরে খালী রয়েছে। ফলে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাজ দীর্ঘ দিন ধরে করে আসছে উপজেলা এ্যাকাডেমিক সুপারভাইজার মো.মনিরুজ্জামান।এতে উপজেলার ২৯ টি মাধ্যমিক বিদ্যালয়ের কাজ অনেক ক্ষেত্রে ব্যাহত হচ্ছে।
এ ব্যাপারে খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আনোয়ার হোসেন জানান, এ্যাকাডেমিক সুপারভাইজার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সকল কাজ করতে পারেন না, সে ক্ষেত্রে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জরুরী ভিত্তিতে প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিম জানান, তাদের স্কুলটি সরকারি স্কুল হিসেবে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সকল কাজ তদারকি করেন তবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসাররের পদটি পূরন করা জরুরী বলেও তিনি উল্লেখ করেন।
কলাপাড়া উপজেলা এ্যাকাডেমিক সুপারভাইজার মো.মনিরুজ্জামান জানান, দেশের প্রায় ৪৯৬ টি মাধ্যমিক শিক্ষা অফিসারের পদের মধ্যে ২৫০ টিতে এখনো খালী রয়েছে। তবে এ পদটিতে শিক্ষাকর্মকর্তা থাকলে তার কাজের চাপ অনেকটা কম থাকতো। তবে অর্থনৈতিক বিষয় ছাড়া সকল কাজ করার অনুমতি তার রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
বাখ//এস