১২:৫০ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ৩০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

চার বাংলাদেশি জাহাজ আটকে রেখেছে আরাকান আর্মি

অনলাইন ডেস্ক

মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) ৪টি পণ্যবাহী বাংলাদেশি জাহাজ তিন দিন ধরে আটকে রেখেছে। জাহাজগুলোতে বাংলাদেশি ব্যবসায়ীদের আনুমানিক ৪০ কোটি টাকার পণ্য রয়েছে। কক্সবাজারের টেকনাফের স্থলবন্দরের উদ্দেশে মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে ছেড়ে আসে জাহাজগুলো।

সবর্শেষ তথ্য অনুযায়ী, শনিবার (১৮ জানুয়ারি) পর্যন্ত পণ্যবাহী জাহাজগুলো আরাকান আর্মি ছাড়েনি বলে জানিয়েছেন টেকনাফ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহেতাশামুল হক বাহদুর। এর আগে বৃহস্পতিবার দুপুরে দিকে প্রথম দফায় দুটি এবং শুক্রবার দুটিসহ মোট চারটি পণ্যবাহী জাহাজ আটক করে আরাকান আর্মি। জাহাজগুলো টেকনাফ জেটিঘাটের ওপারে মিয়ানমার সীমান্তে থেকে আটক করা হয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহেতাশামুল হক বাহদুর বলেন, গত বৃহস্পতিবার দু’টি ও শুক্রবার দু’টি সহ মোট ৪টি পণ্যবাহী জাহাজ মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরের উদ্দেশে ছেড়ে আসার সময় আরাকান আর্মি টেকনাফ জেটিঘাটের ওপারের মিয়ানমার সীমান্তে আটকে দেয়। এরপর থেকে তিন দিন হচ্ছে, এখনো পণ্যবাহী জাহাজ চারটি আরাকান আর্মি ছেড়ে দেয়নি। জাহাজগুলো আরাকান আর্মি আটকের বিষয়ে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে জানিয়েছি। চার জাহাজে ৩০ থেকে ৪০ কোটি টাকার পণ্য রয়েছে।

এ ব্যাপারে টেকনাফ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের মহাব্যবস্থাপক মো. জসিম উদ্দিন চৌধুরী বলেন, মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসা বাংলাদেশি ব্যবসায়ীদের পণ্যবাহী জাহাজ আরাকান আর্মি তিনদিন ধরে আটকে রেখেছে। এখন পর্যন্ত আটকে রাখা জাহাজগুলো ছাড়েনি।

এ ব্যাপারে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন গণমাধ্যমকে বলেন, টেকনাফ স্থলবন্দরে উদ্দেশে আসা পণ্যবাহী জাহাজগুলো আরাকান আর্মির হাতে আটকের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০২:০২:৫১ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
৮৫ জন দেখেছেন

চার বাংলাদেশি জাহাজ আটকে রেখেছে আরাকান আর্মি

আপডেট : ০২:০২:৫১ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) ৪টি পণ্যবাহী বাংলাদেশি জাহাজ তিন দিন ধরে আটকে রেখেছে। জাহাজগুলোতে বাংলাদেশি ব্যবসায়ীদের আনুমানিক ৪০ কোটি টাকার পণ্য রয়েছে। কক্সবাজারের টেকনাফের স্থলবন্দরের উদ্দেশে মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে ছেড়ে আসে জাহাজগুলো।

সবর্শেষ তথ্য অনুযায়ী, শনিবার (১৮ জানুয়ারি) পর্যন্ত পণ্যবাহী জাহাজগুলো আরাকান আর্মি ছাড়েনি বলে জানিয়েছেন টেকনাফ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহেতাশামুল হক বাহদুর। এর আগে বৃহস্পতিবার দুপুরে দিকে প্রথম দফায় দুটি এবং শুক্রবার দুটিসহ মোট চারটি পণ্যবাহী জাহাজ আটক করে আরাকান আর্মি। জাহাজগুলো টেকনাফ জেটিঘাটের ওপারে মিয়ানমার সীমান্তে থেকে আটক করা হয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহেতাশামুল হক বাহদুর বলেন, গত বৃহস্পতিবার দু’টি ও শুক্রবার দু’টি সহ মোট ৪টি পণ্যবাহী জাহাজ মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরের উদ্দেশে ছেড়ে আসার সময় আরাকান আর্মি টেকনাফ জেটিঘাটের ওপারের মিয়ানমার সীমান্তে আটকে দেয়। এরপর থেকে তিন দিন হচ্ছে, এখনো পণ্যবাহী জাহাজ চারটি আরাকান আর্মি ছেড়ে দেয়নি। জাহাজগুলো আরাকান আর্মি আটকের বিষয়ে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে জানিয়েছি। চার জাহাজে ৩০ থেকে ৪০ কোটি টাকার পণ্য রয়েছে।

এ ব্যাপারে টেকনাফ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের মহাব্যবস্থাপক মো. জসিম উদ্দিন চৌধুরী বলেন, মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসা বাংলাদেশি ব্যবসায়ীদের পণ্যবাহী জাহাজ আরাকান আর্মি তিনদিন ধরে আটকে রেখেছে। এখন পর্যন্ত আটকে রাখা জাহাজগুলো ছাড়েনি।

এ ব্যাপারে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন গণমাধ্যমকে বলেন, টেকনাফ স্থলবন্দরে উদ্দেশে আসা পণ্যবাহী জাহাজগুলো আরাকান আর্মির হাতে আটকের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।