০২:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
চৌহালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা বাশার মাস্টারের দাফন সম্পন্ন

সিরাজগঞ্জের চৌহালী উপজেলারবাঘুটিয়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল বাশার মাস্টারের(৭০) এর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
গতকাল শুক্রবার সকালে সম্ভুদিয়া হাই স্কুল মাঠে নবাগত চৌহালী উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জুয়েল মিয়ার উপস্থিতিতে একদল চৌকস পুলিশ কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার মাস্টারকে গার্ড অব অনার প্রদান করেন।
পরে জানাযার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে তার লাশ দাফন সম্পন্ন হয়। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিয়াউর রহমান ও থানার উপপরিদর্শক এসআই শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য: গত বৃহস্পতিবার রাতে স্টকজনিত কারণে নিজ গ্রামের বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, দুই ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন উপজেলা বিএনপির সভাপতি জাহিদ মোল্লা ও ক্বারী ময়নুল ইসলাম। সেই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
বাখ//এস