বদলগাছীতে কিন্ডারগার্টেন এসোসিয়েশন কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

নওগাঁর বদলগাছীতে উপজেলা কিন্ডারগার্টেন স্কুলের এসোসিয়েশন কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ জানুয়ারি শনিবার বিকাল ৩ টায় উপজেলা সদরে অবস্থিত অক্সফোর্ড মডেল স্কুলের সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয়।
ভান্ডারপুর রহিমা কেজি স্কুলের পরিচালক সুজাঈদ হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন এসোসিয়েশন কমিটির সভাপতি অক্সফোর্ড মডেল স্কুলের পরিচালক হাফিজার রহমান।
এসোসিয়েশন কমিটি সাধারণ সম্পাদক শামীম হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রীসাহ কেজি স্কুলের পরিচালক বেলাল হোসেন, বর্ণমালা প্রি ক্যাডেট স্কুলের পরিচালক আব্দুল মতিন, গোবরচাঁপা কেজি স্কুলের পরিচালক ফারুক হোসেন, সোনামণি বিদ্যাপীঠ কেজি স্কুলের পরিচালক ফেন্সি আক্তার, আনন্দ মার্গ কেজি স্কুলের পরিচালক নেপাল চন্দ্র সরদার, জেরিন কেজি স্কুলের পরিচালক ফরহাদ হোসেন, আডভান্স কেজি স্কুলের পরিচালক তাসলিমা পারভীন, কোল আদর্শ কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক এস এম দুলাল হোসেন সহ কমিটির সকল ১৯জন সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন কমিটির সভাপতি হাফিজার রহমান বলেন আমরা যদি একাত্র থাকি তাহলে হুমকি ধামকি দিয়ে এসোসিয়েশন কমিটির কেউ কোন ক্ষতি করতে পারবেনা।
বাখ//আর